বার্নিকাটের গাড়িবহরে হামলা : চার্জশিটভুক্ত আসামি গ্রেপ্তার


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 25-09-2024

বার্নিকাটের গাড়িবহরে হামলা : চার্জশিটভুক্ত আসামি গ্রেপ্তার

সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় চার্জশিটভুক্ত আসামি সিয়াম হাসানকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাধজানীর মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে ডিবি। সোমবার রাত সাড়ে ১২টার দিকে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়, গোপন সংবাদের প্রেক্ষিতে ডিএমপির ডিবি তেজগাঁও টিম সিয়াম হাসানকে গ্রেপ্তার করে। ২০১৮ সালে সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলা মামলার সম্পূরক চার্জশিটভুক্ত আসামি তিনি।

প্রসঙ্গত, সিয়াম হাসান সদ্য ছাত্র-জনতার অভ্যুত্থানকালীন হত্যার ঘটনায় এজাহারনামীয় আসামি। তার নামে আরও মামলা রয়েছে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)