শেখ হাসিনার কঠোর সমালোচনায় কাদের সিদ্দিকী


নিজস্ব প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 02-10-2024

শেখ হাসিনার কঠোর সমালোচনায় কাদের সিদ্দিকী

পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কড়া সমালোচনা করেছেন বঙবীর কাদের সিদ্দিকী। মঙ্গলবার দুপুরে কক্সবাজারে ডাকাতদের হামলায় নিহত লেফটেন্যান্ট তানজিম সারোয়ারের বাসায় সমবেদনা জানাতে গিয়ে কাদের সিদ্দিকী ওই  সমালোচনা করেন।

এ সময় কাদের সিদ্দিকী বলেন, ‘সমাজটাকে বদলাতে হবে। অল্প কদিনের মধ্যে একটি বিরাট পরিবর্তন হয়েছে, এটাকে মহাবিপ্লব বলা চলে। গত ১৬ থেকে ১৭ বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলেনি। অনেকে মনে করেন আওয়ামী লীগের সরকার, আমি বলব না। আওয়ামী লীগের সরকারও ছিল না, মানুষের সরকারও ছিল না।


শেখ হাসিনা সরকার ছিল এবং যত কিছু অন্যায় করেছে, তার ৯০ ভাগ শেখ হাসিনা, বাকি বাধ্য হয়ে হয়তো ২-৪ জন করেছে। এর পরিবর্তন দরকার। এই বিপ্লব যদি ব্যর্থ হয়, তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অন্ধকার। সে জন্য বৈষম্যবিরোধী জনতার আন্দোলনের সফলতা ধরে রাখতে হবে। সেখানে আমাদের সন্তানের জীবনদান আল্লাহ গ্রহণ করুক, সে শেষ ব্যক্তি হোক। যার দ্বারা আমাদের আইনশৃঙ্খলা ফিরে আসুক।’


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)