কমলাকে সমর্থন দিলো নিউইয়র্ক টাইমস


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 02-10-2024

কমলাকে সমর্থন দিলো নিউইয়র্ক টাইমস

যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে সমর্থন জানিয়েছে নিউইয়র্ক টাইমসের সম্পাদকীয় বোর্ড। গত ৩০ সেপ্টেম্বর সোমবার রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে তারা কমলাকে সমর্থন জানান। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, সম্পাদকীয় বোর্ড মনে করেন রিপাবলিকানদের বিপরীতে ডেমোক্রাট দলের প্রার্থীই প্রেসিডেন্ট পদের জন্য একমাত্র ‘দেশপ্রেমের প্রতিচ্ছবি’। 

যদিও সম্পাদক বোর্ড সরাসরি ভাইস প্রেসিডেন্ট কমালার নাম উল্লেখ করেনি। তবে বর্ণনায় এ বিষয়টি স্পষ্ট হয়েছে। তারা ট্রাম্পকে প্রেসিডেন্ট পদে অযোগ্য বলে মনে করেন। ট্রাম্পকে নৈতিক ও স্বভাবগতভাবে অযোগ্য বলে অভিহিত করেছেন ওই সম্পাদকরা। তারা বলেছেন, হতাশাজনক হলেও এটা দ্ব্যর্থহীনভাবে বলা যায় ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার উপযুক্ত নন। যেসকল ভোটার নিজেদের স্বাস্থ্য এবং দেশের গণতন্ত্র নিয়ে ভাবেন তাদের উচিত হবেনা তাকে (ট্রাম্পকে) পুনরায় নির্বাচিত করা। 

এর আগে দ্য নিউইয়র্কারও ট্রাম্পের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানিয়েছে। ম্যাগাজিনটির সম্পাদক পর্ষদ মন্তব্য করেছে ‘ট্রাম্প ছাড়া অন্য কাউকে’ বেছে নিতে হবে। ট্রাম্পকে তারা যুক্তরাষ্ট্রের পরিশের জন্য হুমকি বলে মনে করেন। তবে তারা বলেছেন কমলা হ্যারিস সকল ভোটারদের জন্য উপযুক্ত নাও হতে পারে। তবুও কমলার প্রতি সমর্থন জানাতে আমেরিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। সম্পাদক পর্ষদ বলেছে, আমরা আমেরিকানদের প্রতি কমলাকে সমর্থনের অনুরোধ জানাচ্ছি। কেননা তিনি প্রয়োজনীয় বিকল্পের চেয়েও এগিয়ে রয়েছেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)