কমিউনিটি নেতা আব্দুল হাসিম হাসনুর মাতৃবিয়োগ


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 02-10-2024

কমিউনিটি নেতা আব্দুল হাসিম হাসনুর মাতৃবিয়োগ

নিউইয়র্ক প্রবাসী সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলাস্থ রাজনপুর গ্রামের বাসিন্দা বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য, বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং পার্কচেস্টার জামে মসজিদ ও বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার অন্যতম উপদেষ্টা আব্দুল হাসিম হাসনুর মা হাওয়া বিবি (৯২) গত ২৯ সেপ্টেম্বর বিকাল ৪টা ৫০ মিনিটের সময় নিউইয়র্কের আলবার্ট আইনস্টাইন হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরদিন ৩০ সেপ্টেম্বর বাদ মাগরিক পার্কচেস্টার মসজিদে জানাজ শেষে মরহুমের মরদেহ দেশে পাঠিয়ে দেয়া হয়েছে। নামাজে জানাজায় কমিউনিটির বিপুলসংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মরহুম হাওয়া বেগম মৃত্যুকালে চারপুত্র, দুই কন্যাসহ বিপু সংখ্যক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 

মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানাই। মহান রাব্বুল আল আমীন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন। আমীন। জানাজার পূর্বে তার পুত্র আব্দুল হামিস হাসনু তার মায়ের আত্মার মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।

তার মৃত্যুতে বাংলাদেশ সোসাইটি, জালালাবাদ এসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)