ফিলাডেলফিয়ায় দুর্বৃত্তের গুলিতে আরেক বাংলাদেশি খুন


দেশ প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 02-10-2024

ফিলাডেলফিয়ায় দুর্বৃত্তের গুলিতে আরেক বাংলাদেশি খুন

আমেরিকার পেনসিলভেনিয়া স্টেটের ফিলাডেলফিয়া সিটির কেনসিংটনে গত ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার গোলাগুলিতে নিহত হয়েছেন চট্টগ্রামের নওশাদ খান নামে এক বাংলাদেশি যুবক। তিনি পার্শ্ববর্তী স্টেট ডেলাওয়ারের বাসিন্দা ছিলেন। বাংলাদেশে তাদের বাড়ি চট্টগ্রামের পটিয়ায় এবং তার পিতার নাম শমশের খান।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১০:১৫ মিনিটের দিকে পূর্ব শিলার স্ট্রিটের ৯০০ ব্লকে গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ২৪ বছর বয়সী এক যুবককে একাধিকবার গুলিবিদ্ধ অবস্থায় গুরুতর আহত দেখতে পান। তাকে পিঠে দুইবার এবং হাতে দুইবার গুলি করা হয়েছিল। টেম্পল হাসপাতালে নেওয়ার পর তিনি মৃত্যুবরণ করেন। পুলিশের ধারণা, এটি একটি পরিকল্পিতগুলির ঘটনা।

নওশাদ খানের জানাযা ও দাফন অনুষ্ঠিত হয় ৩০ সেপ্টেম্বর।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)