সিন্ডিকেটের শুধুমাত্র সাইনবোর্ড পরিবর্তন হয়েছে- হাসনাত আবদুল্লাহ


নিজস্ব প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 09-10-2024

সিন্ডিকেটের শুধুমাত্র সাইনবোর্ড পরিবর্তন হয়েছে- হাসনাত আবদুল্লাহ

দ্রব্যমুল্য বেড়েই চলেছে। যেমনটা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চলছিল, সেটা অব্যহত অন্তর্বর্তী সরকারের সময়ও। ইতিমধ্যে সাধারন মানুষের মধ্যে এ বিষয় নিয়ে চরম হতাশা ব্যক্ত শুরু হয়েছে।

তবে বিষয়টির সঙ্গে একমত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

 সিন্ডিকেট ভাঙতে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় উদ্বেগ প্রকাশ করেছেন এ সমন্বয়ক। বুধবার (৯ অক্টোবর) এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, “শুধু সিন্ডিকেটের সাইনবোর্ড পরিবর্তন হয়েছে।”


ডিমের দাম বাড়ার বিষয়টি তুলে ধরে তিনি লেখেন, “ট্রাকে থাকা অবস্থায় শুধু কারওয়ান বাজারেই চারবার হাতবদল হয়।”

সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারলে এই অভ্যুত্থানের প্রাথমিক মাহাত্ম্য নিয়েও প্রশ্ন তোলেন হাসনাত।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)