মতিয়া চৌধুরীর ইন্তেকাল


নিজস্ব প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 16-10-2024

মতিয়া চৌধুরীর ইন্তেকাল

সাবেক মন্ত্রী ও প্রবীণ রাজনীতিবিদ মতিয়া চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানান হাসপাতালের মহাব্যবস্থাপক আরিফ মাহমুদ।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী ২০০৯-২৪ মেয়াদে সংসদ উপনেতা এবং শেরপুর-২ আসন থেকে সংসদ সদস্য ছিলেন। আওয়ামী লীগ শাসনে থাকাকালীন ১৯৯৬ থেকে ২০০১ এবং ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত কৃষিমন্ত্রী ছিলেন তিনি।

মতিয়া চৌধুরী ১৯৪২ সালের ৩০ জুন পিরোজপুর জেলার নাজিরপুরে জন্মগ্রহণ করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)