ফেসবুক পেজে আওয়ামী লীগের প্রতিবাদ


দেশ অনলাইন , আপডেট করা হয়েছে : 16-10-2024

ফেসবুক পেজে আওয়ামী লীগের প্রতিবাদ

অন্তর্বর্তীকালীন সরকার 'রিসেট বোতাম’ টিপে বাংলাদেশ সৃষ্টির ইতিহাস মুছে ফেলার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ।

বুধবার (১৬ অক্টোবর) দলের ভ্যারিফায়েড ফেকবুক পেজে এক বিবৃতিতে এই অভিযোগ করেছে আওয়ামী লীগ।

এতে বলা হয়, তারা ৫ আগস্ট বঙ্গবন্ধুর সব ম্যুরাল ও ভাস্কর্য ভেঙেছে কারণ বঙ্গবন্ধু বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে পাকিস্তানকে ভেঙেছিলেন। তারা ৭ মার্চ এর জাতীয় দিবস বাতিল করেছে, কারণ বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধ করেছে।

এতে আরও বলা হয়, ১৭ মার্চ জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস বাতিল করেছে তারা। কারণ তারা শেখ মুজিবকে জাতির পিতা স্বীকার করে না, বাংলাদেশে এখন পাকিস্তানের জাতির পিতার জন্মদিন পালিত হয়।

বিবৃতিতে দলটি বলেছে, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিল করেছে তারা, কারণ বঙ্গবন্ধুর হত্যাকারীদের সঙ্গে তাদের কর্মকাণ্ডের আদর্শিক মিল রয়েছে। তারা ৪ নভেম্বরের সংবিধান দিবস বাতিল করেছে, যে সংবিধান গড়ে উঠেছিল মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার উপর ভর করেই।

এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে এতে বলা হয়, বাংলাদেশের মানুষ তীব্র ঘৃণাভরে অবধৈ সরকারের এই অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)