৮ জাতীয় দিবস বাতিল করে পরিপত্র জারি


দেশ অনলাইন , আপডেট করা হয়েছে : 16-10-2024

৮ জাতীয় দিবস বাতিল করে পরিপত্র জারি

আটটি জাতীয় দিবস বাতিল করে পরিপত্র জারি করেছে সরকার। বুধবার (১৬ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়।

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্তের পর পরিপত্রে জারি করে ঐতিহাসিক ৭ মার্চ ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবসসহ আটটি জাতীয় দিবস বাতিল করা হলো।

বাতিল করা দিবসগুলোর মধ্যে রয়েছে- বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের দিন ৭ মার্চ,  ১৫ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস, ৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবস, ৫ আগস্ট শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী, ৮ আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী, ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস এবং ১২ ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)