অ্যাডভোকেট রকিব ব্রঙ্কসে সংবর্ধিত


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 30-10-2024

অ্যাডভোকেট রকিব ব্রঙ্কসে সংবর্ধিত

বরেণ্য আইনজীবী, শিক্ষানুরাগী এম এ রকিবের আইন পেশায় পঞ্চাশ বছর পূর্তিতে বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশন (বাকা)-এর উদ্যোগে গত ২২ অক্টোবর ব্রঙ্কসের নীরব রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে বিশেষ মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠান। 

সংগঠনের সভাপতি সারওয়ার চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ বদরুজ্জামান রুহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত এই বিশেষ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল আহমেদ। প্রবীণ আইনজীবী এম এ রকিবের বর্ণাঢ্য কর্মময় জীবন উপস্থিত সুধী মহলের সামনে তুলে ধরেন বিশিষ্ট রাজনীতিবিদ, সংগঠনের প্রাক্তন সভাপতি আহবাব চৌধুরী খোকন, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাসিম হাসনু, সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, জুনেদ আহমেদ চৌধুরী, অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু, সৈয়দ ইলিয়াস খসরু, সেবুল খান মাহবুব, মাহবুবুল আলম, মখন মিয়া, প্রফসর আব্দুল করীম, ফারমিস আক্তার, রেজা আব্দুল্লাহ প্রমুখ। 

 বরেণ্য অথিতিকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের আইন ও আন্তর্জাতিক সম্পাদক দুলাল রহমান, সংগঠনের পক্ষ থেকে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি কবি মাকসুদা আহমেদ, ফয়সল আহমেদ, প্রচার ও গণসংযোগ সম্পাদক লিয়াকত আলী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সৈয়দ ইলিয়াস খসরু, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ কামাল উদ্দিন, অর্থ সম্পাদক মোহাম্মদ রনি, সাংস্কৃতিক সম্পাদক রানা জামান, কার্যকরি সদস্য চৌধুরী মোমিত তানিম। 

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এম এ রকিব বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনকে বিশেষ ধন্যবাদ জানিয়ে আগত সব অতিথির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উনি ওনার বিরাট কর্মময় জীবনসহ আইন পেশার বিভিন্ন বিষয়ে সারগর্ভ বক্তব্য রাখেন। তিনি বলেন, আইন পেশার চেয়ে মহৎ পেশা আর হতে পারেনা যদি আপনি সৎ থাকেন। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয় এবং বাকা'র পক্ষ থেকে ৫০ বছরের দীর্ঘ আইন সেবা প্রদানের জন্য বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। 


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)