আমির হোসেন আমু গ্রেপ্তার


নিজস্ব প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 06-11-2024

আমির হোসেন আমু গ্রেপ্তার

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় মহাজোটের সমন্বয়ক ও  মুখপাত্র এবং সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সকালে রাজধানীর পশ্চিম ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান জানান, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমুকে সকালে ডিবি পুলিশের একটি দল গ্রেপ্তার করে। বেশ কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে বলে জানান তিনি।

তিনি ঝালকাঠি-২ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)