দেশকে সবার আগে রাখতে হবে- ট্রাম্প


দেশ অনলাইন , আপডেট করা হয়েছে : 06-11-2024

দেশকে সবার আগে রাখতে হবে- ট্রাম্প

বিভক্তি ও তিক্ততার রাজনৈতিক ক্যারিয়ারের অধিকারী হিসেবে পরিচিত ট্রাম্প বুধবার সকালে তার নির্বাচনি রাতের পার্টিতে দর্শকদের উদ্দেশে বলেছিলেন, দেশ হিসেবে ‘ঐক্যবদ্ধ হওয়ার’ সময় এসেছে।

তিনি বলেন, 'গত চার বছরের বিভক্তি পেছনে ফেলে আসার সময় এসেছে। 'সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার।'

তিনি বলেন, 'অন্তত একটা সময়ের জন্য আমাদের দেশকে সবার আগে রাখতে হবে। ‘আমাদের এটা ঠিক করতে হবে।’

পরিবার, বন্ধুবান্ধব ও শীর্ষ রাজনৈতিক সমর্থকদের উপস্থিতিতে নির্বাচনি পার্টিতে বক্তব্য দেন ট্রাম্প। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ট্রাম্পের সঙ্গে মঞ্চে ছিলেন ট্রাম্পের ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প তার স্বামীর পাশে দাঁড়িয়েছিলেন। সাবেক প্রেসিডেন্টের কনিষ্ঠ পুত্র ব্যারনও এসময় উপস্থিত ছিলেন। ট্রাম্পের বড় সন্তান ডন জুনিয়র, এরিক, ইভাঙ্কা ও টিফানিও তাদের বাবার সঙ্গে মঞ্চে যোগ দেন।

হাউস স্পিকার মাইক জনসনসহ তার রাজনৈতিক মিত্ররাসহ ট্রাম্পের শীর্ষ প্রচারণা উপদেষ্টা সুসি উইলস এবং ক্রিস লাসিভিটা এবং শীর্ষ রাজনৈতিক ব্যক্তিরা মঞ্চে ট্রাম্পের সঙ্গে যোগ দিয়েছিলেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)