জমকালো আয়োজনে শেষ হলো আইকনিক স্টার অ্যাওয়ার্ড


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 27-11-2024

জমকালো আয়োজনে শেষ হলো আইকনিক স্টার অ্যাওয়ার্ড

জমজমাট আয়োজনে নিউইয়র্কে অনুষ্ঠিত হলো এটিভি ইউএ প্রেজেন্টস আইকনিক স্টার এন্ড বিজনেস অ্যাওয়ার্ড। গত ২৪ নভেম্বর সন্ধ্যায় নিউইয়র্কের লাগোয়াডিয়া ম্যারিয়ট হোটেলে আইকনিক অ্যাওয়ার্ডের ষষ্ঠ আসর অনুষ্ঠিত হয়। বর্ণিল এই আয়োজনে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন তারকাদের হাতে সম্মাননা তুলে দেন আয়োজকরা। সেই সাথে ছিলো শিল্পীদের পরিবেশনা। অনুষ্ঠানকে ঘিরে নিউইয়র্ক সিটিতে যেন বসেছে তারার মেলা।

সারমিনা সিরাজ সোনিয়া, দেবাশীষ বিশ্বাস ও সাদিয়া খন্দকারের সাবলীল উপস্থাপনায় শুরু থেকেই নাচ, গান আর ফ্যাশন শোতে মুগ্ধ হন দর্শকরা। ফাঁকে ফাঁকে ছিলো বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেয়া।

অনুষ্ঠানে কলকাতার পায়েল সরকার, মন্দিরা চক্রবর্তী, শর্মিলা মাইতি, বাংলাদেশের বিদ্যা সিনহা মিম, তানজিন তিশা, সাদিয়া জাহান প্রভা, মামনুন হাসান ইমন, নীরব হোসাইন, আব্দুর নুর সজল, এশা রহমান, জান্নাত, মিলা হোসাইন, নিবিড় আদনান নাহিদ, রেশমি মীর্জা, তানভীর তারেক, মনির হোসেন যুবরাজ, জারিন তাসনিম, এমএ ওয়াহিদ, আমজাদ হোসাইন, গৌতম সাহা, শাহাদাত হোসেন সুমন, ওয়ালি সুজন, শামিম হোসাইন, নানজিবা খান ও হিমেল আশরাফের হাতে সম্মাননা তুলে দেয়া হয়।

পুরোটা সময় জুড়ে মন্ত্রমুগ্ধের মত অনুষ্ঠান উপভোগ করেছেন দর্শকরা। অনুষ্ঠানের চমক ছিলো এটিভি ইউএসএ’র আকাশ রহমানের বর্ণিল উপস্থিতি। তাকে উপস্থাপন করা হয় পাঠান ছবির শাহরুখ খানের চরিত্রে। আকাশ রহমানের মঞ্চে উপস্থিতি এবং পারফরমেন্সে বৈচিত্র্য খুঁজে পান দর্শকরা।

অনুষ্ঠানে আলো ছড়িয়েছেন আশা গ্রুপের চেয়ারম্যান এশা রহমান। তিনি একাধিক ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিল্পী ও গুণি ব্যাক্তিদের হাতে সম্মাননা তুলে দেন। এবং সামনের দিনগুলোতে আরো ভালো কিছু উপহার দিতে সবার সহযোগীতা কামনা করেন।

ফ্যাশন শোতে বিদ্যা সিনহা মিম, তানজিন তিশা, নিবিড় আদনান মঞ্চ মাতিয়েছেন। এছাড়া গান আর নাচের বৈচিত্র্য অনুষ্ঠানকে অন্য উচ্চতায় নিয়ে যায়। বাংলাদেশের খ্যাতিমান অভিনেতা ইমন, নীরব আর সজলদের পারফরমেন্স দর্শকদের বিমোহীত করেছে। মঞ্চে উঠে দর্শকদের ভালোবাসা কুড়িয়েছেন প্রবীন অভিনেতা আহমেদ শরীফ, শিল্পী সামিনা চৌধুরী, এজাজ খান স্বপন। 

এই আয়োজনের অন্যতম কারিগর পিয়াল হাসান। সবার সহযোগিতায় সামনে আরো ভালো অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বিশ্বের বিভিন্ন প্রান্তে এই অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেন তিনি। সবশেষে মঞ্চে উঠে সবাইকে ধন্যবাদ জানান আশা গ্রুপ এবং এটিভি ইউএসএ’র সিইও আকাশ রহমান। সুন্দর ও সৃষ্টিশীল কাজে সবসময় পাশে থাকবেন বলে জানান তিনি।

অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথি ও শিল্পীদের লাল গালিচায় অভ্যর্থনা জানানো হয় আয়োজকদের পক্ষ থেকে। এই অনুষ্ঠানটি পরিচালনা করেন শেখ তানভির। সব মিলিয়ে এক বর্ণিল অনুষ্ঠান আমন্ত্রিত অতিথিরা মনে রাখবেন অনেক দিন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)