হাসনাত সারজিসদের গাড়ী বহর দুর্ঘটনার শিকার


দেশ অনলাইন , আপডেট করা হয়েছে : 27-11-2024

হাসনাত সারজিসদের গাড়ী বহর দুর্ঘটনার শিকার

দুর্ঘটনায় পরেছিল হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের বহরের একটি গাড়ি। আজ বুধবার চট্টগ্রাম থেকে ফেরার পথে ঢাকা চট্টগ্রাম রোডে এমন দুর্ঘটনা ঘটে। জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আব্দুল্লাহ ও অন্যতম সমন্বয়ক সারজিস আলমের বহরটি চট্টগ্রামে নিহত আলিফের জানাজায় অংশ নিয়ে এবং তার কবর জেয়ারত করে ফিরছিল। এতে একটি গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেছেন গাড়ি বহরে থাকা কয়েক জন।


বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকায়  এই দুর্ঘটনা ঘটে।
   

মঙ্গলবার চট্টগ্রামে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)