বৃটিশ হাইকমিশনারের সাথে আলাদা বৈঠক করেছে বিএনপি ও জামায়াত


নিজস্ব প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 08-12-2024

বৃটিশ হাইকমিশনারের সাথে আলাদা বৈঠক করেছে বিএনপি ও জামায়াত

বৃটিশ হাইকমিশনার সারাহ কুকের সাথে আলাদা আলাদাভাবে বৈঠক করেছে বিএনপি ও জামায়াত ইসলামীর নেতারা। দুপুর ১২টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধিদল বারিধারায় হাইকমিশনারের বাসভবনে যান।

দেড় ঘন্টার বৈঠকে হাইকমিশনার নেতৃবৃন্দকে নিয়ে মধ্যাহ্নভোজ করেন।

দলের প্রতিনিধি দলে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফাহিমা নাসরীন মুন্নী ও নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী।

বিকাল সাড়ে তিনটায় জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমানের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল বৃটিশ হাই কমিশনারের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে দলের নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার,সহকারি সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব ও মাহমুদুল হাসান চৌধুরী।

জামায়াতে ইসলামীর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অত্যন্ত হৃদ্যতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠক  হয়েছে। সাক্ষাতে ভবিষ্যতে যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।




প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)