ক্ষমতাচ্যুত আসাদকে জবাবদিহিতার আওতায় আনতে হবে- বাইডেন


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 09-12-2024

ক্ষমতাচ্যুত আসাদকে জবাবদিহিতার আওতায় আনতে হবে- বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ক্ষমতাচ্যুত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। বাশারের ক্ষমতাচ্যুত হওয়াকে দেশটির রাজনৈতিক উত্থান হিসেবে উল্লেখ করে বাউডেন বলেছেন, দেশ পুনর্গঠনে সিরীয় নাগরিকদের ‘ঐতিহাসিক সুযোগ’ এসেছে বলে উল্লেখ করেছেন।

রোববার হোয়াইট হাউসে বক্তব্য দেওয়ার সময় তিনি এই কথা বলেছেন।

সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠিগুলোর জোট আসাদকে ক্ষমতাচ্যুত করার পর এটাই যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন সতর্ক করে বলেছেন, ওয়াশিংটনকে সন্ত্রাসী গ্রুপগুলোর উত্থানের বিরুদ্ধে
সর্বদা সজাগ থাকতে হবে। জঙ্গি গ্রুপগুলো ইসলামিক স্টেটের সদস্যদের বিরুদ্ধে মার্কিন বাহিনী নতুন করে হামলা চালিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

হোয়াইট হাউসে বক্তব্যদানকালে বাইডেন বলেছেন,সিরীয় সরকারের পতন ন্যায় বিচারের মৌলিক ফল। সিরিয়ায় দীর্ঘ দিন ধরে চলা গৃহযুদ্ধের ভোগান্তিতে থাকা জনগণের জন্য এই বিজয় একটি ঐতিহাসিক মুহুর্ত।

সাংবাদিকরা বাইডেনের কাছে জানতে চান, মস্কোতে পালিয়ে আশ্রয় নেওয়া প্রেসিডেন্ট বাশারের পরিণতি কী হওয়া উচিত? জবাবে বাইডেন বলেছেন,‘আসাদকে জবাবদিহিতার আওতায় আনা উচিত।’ গতকাল রোববার হোয়াইট হাউসে এক বক্তব্যে বাইডেন বলেছেন, ‘দেশ পুনর্গঠনের কাজে সিরীয় নাগরিকদের সহযোগিতা দিবে যুক্তরাষ্ট্র।’


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)