প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির নয়া কমিটি


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 18-12-2024

প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির নয়া কমিটি

রফিকুল ইসলাম জিয়াকে সভাপতি ও মাযহারুল ইসলাম মিরনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৭ সদস্যের প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির (২০২৪-২০২৬) কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। গত ৩০ নভেম্বর সমিতির তিন সদস্যের নির্বাচন কমিশনের কাছে সমিতির সব সদস্যের সম্মতিতে একটি প্যানেলের নমিনেশন জমা হওয়ায় তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করা হয়।

নির্বাচিত অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মাসুদ হোসেন, মো. আল আমিন, মো. মশিউর রহমান, জাকির হোসেন লিটন, মো. বেলায়েত হোসেন। সহ-সধারণ সম্পাদক বিশ্বজিৎ কুমার পলাশ, সাংগঠনিক সম্পাদক ফারদিন রেজা রনি, কোষাধ্যক্ষ সাইদুর রহমান, দফতর সম্পাদক পারুল আক্তার আলী, প্রচার সম্পাদক জান্নাত সৈকত, সাংস্কৃতিক সম্পাদক আলীফ লায়লা, ক্রীড়া সম্পাদক নাহিদ হায়দার আশিক, নির্বাহী সদস্য মো. মহসিন, কামরুল ইসলাম ও মনির হোসেন।

ওপরে বর্ণিত সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হিসেবে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত হলো। নির্বাচন কমিশন (২০২৪-২০২৬) প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি ইউএসএ ইনক্ কর্তৃক প্রকাশিত ও প্রচারিত।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)