উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোষ্ট (মুছে ফেলা) নিয়ে ভারতের প্রতিবাদ


দেশ অনলাইন , আপডেট করা হয়েছে : 20-12-2024

উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোষ্ট (মুছে ফেলা) নিয়ে ভারতের প্রতিবাদ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের একটি মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে ভারত। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এ ধরনের বক্তব্য ‘জনসমক্ষে দায়িত্বশীলতার প্রয়োজনীয়তা’ তুলে ধরে।
গত ৫ ডিসেম্বর উপদেষ্টা মাহফুজ আলম তার এক ফেসবুক পোস্টে দাবি করেছিলেন, ভারতকে শেখ হাসিনার পদত্যাগে ভূমিকা রাখা ছাত্র-জনতার আন্দোলনকে স্বীকৃতি দিতে হবে। কিন্তু কিছুক্ষন পরেই সেটা আবার ডিলেট (মুছে) ফেলেন উপদেষ্টা মাহফুজ আলম। এমন পোষ্ট যে তার দেয়া শোভনীয় হয়নি সেটা অনুধাবন করে তাৎক্ষনিক মুছে ফেলার অর্থ তিনি তার ভূল বুঝতে পেরে অনুতপ্ত হয়েই মুছে দিয়েছেন।


যা বললেন ভারতীয় মুখপাত্র...
এ প্রসঙ্গে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল বলেন, আমরা এ বিষয়ে বাংলাদেশি কর্তৃপক্ষকে আমাদের তীব্র প্রতিবাদ জানিয়েছি। আমরা মনে করি, উল্লেখিত পোস্টটি ইতোমধ্যেই মুছে ফেলা হয়েছে। তবে আমরা সবাইকে মনে করিয়ে দিতে চাই যে, জনসমক্ষে মন্তব্য করার সময় তাদের আরও সতর্ক থাকা উচিত।


সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভারতের আগ্রহের কথাও পুনর্ব্যক্ত করেন জয়সওয়াল। বলেন, ভারত বারবার বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার আগ্রহের ইঙ্গিত দিয়েছে।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বাংলাদেশের নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)