মুক্তিযোদ্ধা অসম্মানকারী ফ্যাসিস্টের দোসর : সাকি


বিশেষ প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 25-12-2024

মুক্তিযোদ্ধা অসম্মানকারী ফ্যাসিস্টের দোসর : সাকি

‘ভবিষ্যত রাজনৈতিক বন্দোবস্তের মানে হচ্ছে এমন বন্দোবস্ত যেখানে বাঁচার মতো মর্যাদাপূর্ণ মজুরি যেন শ্রমিকরা পায় সেটা নিশ্চিত করা। নতুন বন্দোবস্ত মানে কৃষক যেন ফসলের ন্যায্য দাম পায়। আমরা চাই মানুষ যে পরিচয়ই হোক না কেন, কোন ধর্মের, কোন বর্ণের, কোন লিঙ্গীয় পরিচয়ের সেটা রাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ না উঠে, রাষ্ট্রের কাছে সকলেই নাগরিক, সকলের মর্যাদা নিশ্চিত করতে হবে এমন বন্দোবস্ত। এর বাইরে কোনো বন্দোবস্ত চাই না।’ কথাগুলো বলেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। 

গত (২৩ ডিসেম্বর ’২৪) শহিদ সোলেয়মান হলে, মুসলিম সাহিত্য সংসদ চৌহাট্টা, সিলেট জেলা কমিটির উদ্যোগে ‘রাষ্ট্রের গণতান্ত্রিক রুপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা’র দাবিতে গণসংলাপের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাকি আরো বলেন, ফ্যাসিস্ট পতিত দলের প্রধান পালিয়ে গিয়ে ভারতে বিজেপির সহায়তা নিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরির চেষ্টা করছে। আমাদের মাঝে বিভেদ তৈরি করার চেষ্টা করছে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে অসম্মান যারা করছে তারাও ঐ ফ্যাসিস্টদের দোসর, ফ্যাসিস্ট ব্যাবস্থা ফিরিয়ে আনতে চায়। আমাদের সতর্ক থাকতে হবে।

গণসংলাপে বক্তব্য রাখেন রাজনৈতিক পরিষদ সদস্য মনির উদ্দীন পাপ্পু, সম্পাদকমণ্ডলীর সদস্য জুলহাসনাই বাবু, জাতীয় পরিষদ সদস্য জুনেদ আহমেদ, সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়নের সিলেট বিভাগীয় সমন্বয়ক ওমর ফারুক, ভাসানী অনুষারী পরিষদের জেলা সংগঠক মাহমুদুর রহমান ওয়াইস, লিডিং বিশ্ববিদ্যালয়ের সাবেক সহযোগী অধ্যাপক মো. রাশেদুল ইসলাম, লাক্কাতুরা চা বাগান স্কুল শিক্ষক সবিতা গোয়ালসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠকসহ থানা, ইউনিয়ন ও ওয়ার্ডে নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন সিলেট জেলা সংগঠক নিগাত সাদিয়া।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)