সচিবালয়ে অগ্নিকান্ড, সুষ্ঠু তদন্তে প্রকৃত দোষীদের খুঁজে বের করার দাবি মির্জা ফখরুলের


নিজস্ব প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 26-12-2024

সচিবালয়ে অগ্নিকান্ড, সুষ্ঠু তদন্তে প্রকৃত দোষীদের খুঁজে বের করার দাবি মির্জা ফখরুলের

সচিবালয়ে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনার সুষ্ঠু তদন্তে প্রকৃত দোষীদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এই দাবি জানান।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘‘সচিবালয়ের মতো স্পর্শকাতর ভবনে ভয়াবহ আগুন এবং আগুনে একজনের মৃত্যু ও ২/৩ জন আহত হওয়ার ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। সচিবালয়ে ভয়াবহ অগ্নিকান্ডে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ভস্মিভুত হওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার এ ধরণের অগ্নিকান্ডে বিব্রতকর অবস্থার মধ্যে পড়া অস্বাভাবিক নয়।”

‘‘ আমি সচিবালয়ে অগ্নিকান্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তির জোর দাবি করছি। নিহতের পরিবারসহ আহতদের ক্ষতিপূরণ প্রদানের জোর আহবান জানাচ্ছি।”




প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)