১২ বছরের মেয়েকে হয়রানির অভিযোগে ৭২ বছর বয়সী বদিউল জামাল গ্রেফতার


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 16-01-2025

১২ বছরের মেয়েকে হয়রানির অভিযোগে ৭২ বছর বয়সী বদিউল জামাল গ্রেফতার

১২ বছর বয়সী একটি মেয়েকে ভয় দেখানো, ধাওয়া করা ও হয়রানির অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম বদিউল জামাল। তিনি কুইন্সের জ্যাকসন হাইটসের ৩২-১৮, ৮১তম স্ট্রিট এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, ঘটনা ঘটেছে গত ৬ জানুয়ারি বেলা ৩টা ৩০ মিনিটের দিকে। অভিযোগ অনুযায়ী, বদিউল জামাল মেয়েটিকে বারবার অনুসরণ করেন এবং এক পর্যায়ে তার হাত ধরে ভয় দেখিয়ে চলে যান। তবে এ ঘটনায় মেয়েটি কোনো শারীরিক আঘাত পায়নি বলে নিশ্চিত করেছেন পুলিশ কর্তৃপক্ষ। নিউইয়র্ক সিটি পুলিশ জানায়, ১৯ জানুয়ারি বদিউল জামালকে গ্রেফতার করা হয়, প্রথম এবং দ্বিতীয় ডিগ্রির অভিযোগ করা হয়।

এখনো তদন্ত চলছে এবং পুলিশ সহযোগিতা চেয়েছে। ঘটনাটি কেউ দেখলে তা পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে। অন্যদিকে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এ ঘটনাটি মনে করিয়ে দেয় যে, অনেক সময় নাবালক শিশুরাও অজান্তে বা ইচ্ছাকৃতভাবে বয়স্কদের বিরক্ত করতে গালাগালি করতে পারে। অনেক সময় দুষ্টামি করে, যাতে করে বয়স্করা বিরক্ত হন এবং বাচ্চাদের বাংলাদেশি স্টাইলে শাসন করেন। প্রবাসে এ ধরনের পরিস্থিতিতে সংযম থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাবালক শিশুদের ভয় দেখানো, ধাওয়া করা, ধমক দেওয়া বা হয়রানির মাধ্যমে প্রতিক্রিয়া জানানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমস্যা সমাধানে ধৈর্য ও বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে এবং এ দেশের আইনের কথা মাথায় রেখে কাজ করতে হবে।

সেই সঙ্গে অভিভাবকদের উচিত শিশুদের নৈতিক শিক্ষা প্রদান করা এবং বয়স্কদের কীভাবে শ্রদ্ধা করতে হয় তা শেখানো। একই সঙ্গে বয়স্কদেরও উচিত ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করা। পারস্পরিক শ্রদ্ধা, সহানুভূতি এবং সচেতন আচরণের মাধ্যমেই আমরা একটি নিরাপদ, শান্তিপূর্ণ এবং সহনশীল সমাজ গড়ে তুলতে পারি, যেখানে সব বয়সী মানুষ নিরাপদ ও সম্মানিতবোধ করবে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)