দৈনিক যুগান্তরের সম্পাদক হিসেবে যোগ দিলেন আবদুল হাই শিকদার


নিজস্ব প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 16-01-2025

দৈনিক যুগান্তরের সম্পাদক হিসেবে যোগ দিলেন আবদুল হাই শিকদার
সাংবাদিকতার ইতিহাসে নতুন পরিচয়ে নাম লেখালেন কবি, সাহিত্যিক ও সাংবাদিক আবদুল হাই শিকদার। দেশের শীর্ষস্থানীয় পত্রিকা দৈনিক যুগান্তরের সম্পাদক হিসেবে যোগদান করেছেন তিনি। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে যুগান্তর কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।


এ সময় যমুনা গ্রুপের চেয়ারম্যান ও যুগান্তরের প্রকাশক অ্যাডভোকেট সালমা ইসলাম, যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম, গ্রুপ পরিচালক মনিকা নাজনীন ইসলাম, সুমাইয়া রোজালিন ইসলাম ও এস এম আবদুল ওয়াদুদ তাকে স্বাগত জানান।

 আবদুল হাই শিকদার পত্রিকাটির সদ্যবিদায়ী সম্পাদক সাইফুল আলমের স্থলাভিষিক্ত হলেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)