বিএনপি ও জামায়াত বদানুবাদ-ফ্যাসিবাদের পুনর্বাসন ঘটার শঙ্কা-মামুনুল হক


দেশ অনলাইন , আপডেট করা হয়েছে : 16-01-2025

বিএনপি ও জামায়াত বদানুবাদ-ফ্যাসিবাদের পুনর্বাসন ঘটার শঙ্কা-মামুনুল হক

বিএনপি ও জামায়াত বর্তমানে যে রাজনৈতিক বদানুবাদে জড়িয়েছে, তাতে ফ্যাসিবাদের পুনর্বাসন ঘটতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

বুধবার (১৬ জানুয়ারি) রাত ১০টায় পটুয়াখালী শহ‌রের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনু‌ষ্ঠিত জেলা ইসলা‌মি খেলাফত মজ‌লিসের গণসমা‌বে‌শে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

জেলা সভাপ‌তি মাওলানা আব্বাস আলীর সভাপ‌তি‌ত্বে স্থানীয় ও কে‌ন্দ্রিয় নেতৃবৃন্দরাও এতে বক্তব‌্য রা‌খেন।

খেলাফত মজলিসের আমির বলেন, বিএন‌পি-জামায়া‌ত যেভা‌বে বাদানুবাদে জ‌ড়ি‌য়ে‌ছে, এর ফ‌লে য‌দি ফ‌্যা‌সিবাদ আবার পুনর্বাসন হয়, ত‌বে বাংলার জনগণ বিএন‌পি-জামায়াত‌কেও ক্ষমা কর‌বে না।

‘৫ আগ‌স্টের পর ফ‌্যা‌সিবাদ বা‌দে রাজপ‌থে আমরা সবাই যেভা‌বে ঐক‌্যবদ্ধ হ‌য়ে‌ছি, সে‌টি ধ‌রে রাখ‌তে হ‌বে,’ বলেন তিনি।

এ সময়ে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে তিনি ব‌লেন, ফ‌্যা‌সিবাদমুক্ত এক‌টি সুষ্ঠু ও নির‌পেক্ষ নির্বাচনের আ‌য়োজন ক‌রেন। কোনো তন্ত্রম‌ন্ত্রে কাজ হ‌বে না, একমাত্র ইসলা‌মি হুকমত ছাড়া এ দেশে বৈষম‌্যমুক্ত সমাজ গঠন করা সম্ভব না।

এসময় জেলা জামায়া‌তের আমির এড‌ভো‌কেট নাজমুল আহসান ও ব‌রিশাল বিভাগীয় ছাত্রশি‌বি‌বের দা‌য়িত্বপ্রাপ্ত নেতা আবদুল্লাহ আল না‌হিয়ান ম‌ঞ্চে উপ‌স্থিত ছি‌লেন। সূত্র: ইউএনবি।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)