শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প


দেশ অনলাইন , আপডেট করা হয়েছে : 21-01-2025

শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ঐতিহাসিক দ্বিতীয় মেয়াদে শপথ নিয়েছেন। তিনি তার অসাধারণ প্রত্যাবর্তনের সময় অভিবাসন এবং মার্কিন সাংস্কৃতিক যুদ্ধের উপর অবিলম্বে আদেশের প্রতিশ্রুতি দিয়েছেন। খবর এএফপি’র।

এক হাত শূন্যে উঁচু করে এবং অন্যটি তার মায়ের দেয়া বাইবেলে রেখে ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিক শপথ গ্রহণ করেন।

রিপাবলিকান ট্রাম্প এবং বিদায়ী ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেন এর আগে মোটর শোভাযাত্রাসহ একসাথে ক্যাপিটলে আসেন। এর আগে তারা সস্ত্রীক হোয়াইট হাউসে ঐতিহ্যবাহী চা চক্রে মিলিত হন।

বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন প্রেসিডেন্সিয়াল বাসভবনের সামনের দরজায় ‘বাড়িতে স্বাগতম’ বলে তাদের উত্তরাধিকারীদের অভ্যর্থনা জানান।

৭৮ বছর বয়সী ট্রাম্প ৪৫ তম রাষ্ট্রপতি হিসেবে ২০১৭ সালে তার প্রথম অভিষেককালে একজন বহিরাগত রাজনৈতিক ছিলেন। কিন্তু এবার তিনি আমেরিকার ধনী এবং শক্তিশালীদের দ্বারা পরিবেষ্টিত।

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক, মেটা বস মার্ক জুকারবার্গ, অ্যামাজন প্রধান জেফ বেজোস এবং গুগলের সিইও সুন্দর পিচাই সকলেই ট্রাম্পের পরিবার এবং মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি ক্যাপিটলে আসন গ্রহণ করেন।

ক্যাপিটলে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ এবং বিল ক্লিনটনও যোগ দেন। প্রাক্তন ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন এবং লরা বুশ সেখানে ছিলেন। কিন্তু প্রাক্তন ফার্স্ট লেডি মিশেল ওবামা স্পষ্টতই দূরে ছিলেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)