জন্মগত নাগরিকত্ব কেড়ে নেয়ার আদেশ : ১৮টি ডেমোক্র্যাট নেতৃত্বাধীন রাজ্যের মামলা


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 22-01-2025

জন্মগত নাগরিকত্ব কেড়ে নেয়ার আদেশ : ১৮টি ডেমোক্র্যাট নেতৃত্বাধীন রাজ্যের মামলা

ডেমোক্র্যাট নেতৃত্বাধীন ১৮টি স্টেট ও ওয়াশিংটন ডিসি (ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া) এবং আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) নিউ হ্যাম্পশায়ার ফেডারেল কোর্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব কেড়ে নেয়ার নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের সংবিধানের লঙ্ঘনের অভিযোগ এনে ফেডারেল কোর্টে মামলা দায়ের করেছে। গত ২১ জানুয়ারি মঙ্গলবার বোস্টনের ফেডারেল কোর্টে দায়ের করা এই মামলায় বলা হয়েছে, ট্রাম্পের আদেশ যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানরত বা অস্থায়ীভাবে ভিসাধারী মায়েদের সন্তানদের নাগরিকত্ব অস্বীকার করে সংবিধানের ১৪তম সংশোধনীর নাগরিকত্ব ক্লজ লঙ্ঘন করেছে।

নিউ জার্সির অ্যাটর্নি জেনারেল ম্যাথিউ প্ল্যাটকিন এক বিবৃতিতে বলেছেন, স্টেট অ্যাটর্নি জেনারেলরা এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের জন্য প্রস্তুত ছিলেন। আজকের এই মামলা ট্রাম্প প্রশাসনকে একটি স্পষ্ট বার্তা দেয় যে, আমরা আমাদের বাসিন্দাদের মৌলিক সাংবিধানিক অধিকার রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। মামলায় উল্লেখ করা হয়েছে, ১৮৯৮ সালের যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের রায় ইউনাইটেড স্টেটস বনাম ওয়াং কিম আরক অনুযায়ী, যেসব শিশু যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করে, তারা নাগরিকত্ব পাওয়ার অধিকারী। ট্রাম্পের আদেশ কার্যকর হলে প্রতিবছর প্রায় ১ লাখ ৫০ হাজার শিশুকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করা হবে বলে জানিয়েছে ম্যাসাচুসেটসের অ্যাটর্নি জেনারেল অফিস। ম্যাসাচুসেটসে বসবাসরত “ওডো” নামে এক নারীর মামলা দায়ের করা হয়েছে, যিনি অস্থায়ী সুরক্ষিত স্ট্যাটাসের আওতায় আছেন এবং আগামী মার্চে সন্তানের জন্ম দিতে চলেছেন। ম্যাসাচুসেটসের অ্যাটর্নি জেনারেল আন্দ্রিয়া জয় ক্যাম্পবেল বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সংবিধান প্রদত্ত অধিকার কেড়ে নেওয়ার কোনো অধিকার নেই।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)