যুক্তরাষ্ট্র বিএনপির কবর রচনা করলো হাইকমান্ড


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 22-01-2025

যুক্তরাষ্ট্র বিএনপির কবর রচনা করলো হাইকমান্ড

যুক্তরাষ্ট্র বিএনপির কবর রচনা করলো বিএনপির হাইকমান্ড। হাইকমান্ডের এ চিঠি নিয়ে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ এবং হতাশার সৃষ্টি হয়েছে। যারা যুক্তরাষ্ট্রের নিজের অর্থ খরচ করে বিএনপির রাজনীতি করেছেন, আন্দোলন, সংগ্রাম করেছেন, তাদের হাইকমান্ড চরমভাবে অপমান করেছেন। স্বৈরাচারী সরকারকে হটাতে জাতিসংঘ থেকে ওয়াশিংটন, ওয়াশিংটন থেকে ব্রাসেলস পর্যন্ত ছুটে গিয়েছিলেন। স্বৈরাচারী এরশাদ এবং শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে বিএনপির কেন্দ্রীয় হাইকমান্ড যুক্তরাষ্ট্র বিএনপির নেতাদের সঙ্গে যোগাযোগ রাখতেন। স্বৈরাচারী শেখ হাসিনা যখনই জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে আসতেন, তখনই বিএনপির কেন্দ্রীয় নেতারা যুক্তরাষ্ট্র বিএনপির নেতাদের সঙ্গে যোগাযোগ করতেন এবং আন্দোলনের নির্দেশনা দিতেন। এখন শেখ হাসিনার পতন হয়েছে, বিএনপির দুর্দিন শেষ হয়েছে। ঠিক তখনই যুক্তরাষ্ট্র বিএনপির নেতাদের সঙ্গে একধরনের মশকরা করা হয়েছে। তাদের সঙ্গে একধরনের প্রতারণা করা হয়েছে। বিএনপির দুর্দিন শেষ হয়েছে, আর যুক্তরাষ্ট্র বিএনপির দুর্দিন শুরু হয়েছে। বিএনপিকে ধ্বংস করার এ মিশন কী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জানানো হয়েছে? যুক্তরাষ্ট্র বিএনপিকে নিয়ে কারা ষড়যন্ত্র শুরু করেছে? যেখানে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি দেওয়ার কথা সেখানে যুক্তরাষ্ট্র বিএনপির কবর রচনা করা হলো।

‘যুক্তরাষ্ট্র বিএনপি’ নামে কোনো সংগঠন অথবা এর কোনো কমিটির অস্তিত্ব অস্বীকার করেছে বিএনপির কেন্দ্রীয় কমিটি। ১৭ জানুয়ারিতে প্রেরিত কমিটির ওই চিঠিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বিএনপি নামে কোনো কমিটি নেই। 

জানা যায়, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই পত্রে বলা হয়েছে, ‘নির্দেশিত হয়ে জানাচ্ছি যে, যুক্তরাষ্ট্র বিএনপি নামে কোনো কমিটি নেই। সুতরাং যুক্তরাষ্ট্র বিএনপি নামে কেউ কোনো সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে বিএনপি এবং এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে নিজ নিজ স্টেট ও মহানগর কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।’

এই চিঠি ইস্যু করা হয়েছে লন্ডনে বসবাসরত বিএনপির আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের নামে। চিঠির কপি দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে বসবাসরত বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাহিদুল এইচ খান শাহেল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবদুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান, গিয়াস আহমেদ এবং মিজানুর রহমান ভূইয়া মিল্টনকে।

দলীয় সূত্র জানায়, অন্তত ১২ বছর আগে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি ভেঙে দেওয়া হয়। এরপর নেতা হতে আগ্রহীরা ঐক্যবদ্ধ হতে না পারায় নতুন কোনো কমিটির অনুমোদন আসেনি হাইকমান্ড থেকে। এ অবস্থায় বাংলাদেশি অধ্যুষিত স্টেট ও সিটিগুলোতে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠিত হয়েছে। সেসব কমিটির অনুমোদনও এসেছে হাইকমান্ড থেকে।

যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি না থাকায় যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা বিএনপির ব্যানার ব্যবহার করে নিজেদের গাইটের অর্থ খরচ করে অনুষ্ঠান করে থাকেন। আবার আনোয়ার হোসেন খোকনের নেতৃত্বাধীন তিনটি কমিটিও অনুষ্ঠান করে থাকেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের পরিকল্পনার অংশ হিসেবেই এই চিঠি দেওয়া হয়েছে। তিনি চান সবাই তাকে তোয়াজ করুক, সালাম দিক, কিন্তু তার জানা উচিত ছাগল দিয়ে হাল চাষ করা যায় না। তিনি ছাগল দিয়েই হাল চাষ করতে চাচ্ছেন। আনোয়ার হোসেন খোকন নয়ছয়ের মাধ্যমে যে তিনটি কমিটি দিয়েছেন। সেই কমিটির কোনো নেতারই যোগ্যতা নেই মূলধারায় একটি চিঠি লেখার বা কংগ্রেসম্যান এবং সিনেটরদের সঙ্গে বৈঠক করার। তাদের একমাত্র যোগ্যতা হচ্ছে আনোয়ার হোসেন খোকনকে সকাল-বিকাল ফোন করার। বাটার দেওয়ার, তেল দেওয়ার। বাটার আর তেল দিয়েই তারা তাদের নেতাকে খুশি রেখে কাজ চালিয়ে যাচ্ছেন।

জুনিয়র নেতাদের দিয়েই নিউইয়র্ক স্টেট এবং নিউইয়র্ক মহানগর কমিটি করা হয়েছে। যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি যেহেতু ভেঙে দেওয়া হয়েছে, সেহেতু সিনিয়র নেতাদের কোনো স্থান নেই। তাই তারা নিজেদের মতো করে অনুষ্ঠান করেন দলকে ভালোবেসে। যুক্তরাষ্ট্র বিএনটির বেশ কয়েকজন নেতা ক্ষোভের সঙ্গে বলেন, এটি আসলে যুক্তরাষ্ট্র বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র। তারা বলেন, আমরা তো এখনো কোনো চাঁদাবাজি, দখলবাজি করছি না, তারপরও আমাদের ওপর ক্ষোভ কেন? আমাদের কেন অপমান করা হচ্ছে?


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)