নিউইয়র্ক সিটির সাবওয়ে সিস্টেমে যাত্রীদের নিরাপত্তা আরো জোরদার করতে গভীর রাতে ট্রেনগুলোতে পুলিশ টহল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের আওতায় ৩০০ নিউইয়র্ক সিটি পুলিশ (এনওয়াইপিডি) অফিসারকে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত প্রায় ১৫০টি চলমান মেট্রো ট্রেনে মোতায়েন করা হচ্ছে। গভর্নর ক্যাথি হোকুলের নেতৃত্বে এই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে শীতকালীন মাসে অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ এবং যাত্রীদের মানসিক সুরক্ষা বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সম্প্রতি অপরাধের কারণে যাত্রীদের মধ্যে সৃষ্ট উদ্বেগ দূর করতে এবং সাবওয়ে ব্যবস্থাকে আরো নিরাপদ করে তোলার এই পদক্ষেপ একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। গভর্নর হোকুল জানিয়েছেন, এ উদ্যোগ বাস্তবায়নে আসামি তিন মাসে স্টেট গভর্নমেন্ট ৭৭ মিলিয়ন ডলার ব্যয় করবে। বাজেট অনুমোদন পেলে এই কার্যক্রম আরো তিন মাসের জন্য বাড়ানো হবে। ফলে ছয় মাসে সাবওয়েতে রাতে পুলিশ টহলের মোট খরচ দাঁড়াবে ১৫৪ মিলিয়ন ডলার। প্রাথমিকভাবে ১০০ অফিসার দিয়ে টহল শুরু হলেও জানুয়ারি মাসের শেষ নাগাদ পুরো ৩০০ অফিসার মোতায়েন করা হবে। এটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে এবং এর জন্য বিশেষ প্রশিক্ষণ ও রিসোর্স ব্যবস্থাপনার প্রয়োজন হচ্ছে।
নিউইয়র্ক সিটির সাবওয়ে সিস্টেমে আগে থেকেই ২ হাজার ৫০০ পুলিশ অফিসার নিয়মিত দায়িত্ব পালন করছেন। তাদের পাশাপাশি নতুন অফিসাররা যুক্ত হলেও অন্য কোনো জায়গার নিরাপত্তা ব্যবস্থায় কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন গভর্নর। তিনি আরো বলেন, সাবওয়েতে মোতায়েন থাকা ৭৫০ ন্যাশনাল গার্ড সদস্য ও অতিরিক্ত অফিসারদের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি প্রায় দ্বিগুণ করা হয়েছে। তবে ন্যাশনাল গার্ড সদস্যদের কোনো গ্রেফতার বা আটক করার ক্ষমতা নেই।
গত বছর একই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল, যেখানে ১ হাজার ২০০ অতিরিক্ত পুলিশ অফিসার মোতায়েন করা হয় এবং তাদের ওভারটাইম খরচ স্টেট গভর্নমেন্ট বহন করেছিল। সেই উদ্যোগ সফল হওয়ার পরিপ্রেক্ষিতে শীতকালীন মাসে অপরাধ বাড়ার বিষয়টি মাথায় রেখে নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। গভর্নর হোকুল বলেন, অপরাধের হার মৌসুমভিত্তিক বাড়ে, বিশেষত শীতকালে। এটি মোকাবিলায় আমাদের এ পদক্ষেপ নিতে হয়েছে। যদিও সামগ্রিকভাবে সাবওয়ে সিস্টেমে অপরাধের হার কমেছে বলে পরিসংখ্যানে দেখা গেছে, তবু সাম্প্রতিক সময়ে কিছু ভয়াবহ ঘটনার কারণে যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। গভর্নর হোকুল আরো বলেন, মানুষ চায় তারা স্টেশন ও ট্রেনে পুলিশ অফিসার দেখতে পাক। তাদের উপস্থিতি যাত্রীদের মানসিকভাবে সুরক্ষিত বোধ করায়।
নিউইয়র্ক সিটির সাবওয়ে সিস্টেমে গভীর রাতে পুলিশ টহল বাড়ানোর এই উদ্যোগ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অপরাধের হার কমানোর পাশাপাশি যাত্রীদের মধ্যে আস্থা বৃদ্ধি করাই এর মূল লক্ষ্য। যদিও এই উদ্যোগ ইতিবাচক সাড়া ফেলেছে, তবে এর দীর্ঘমেয়াদি কার্যকারিতা ও খরচ পরিচালনার সক্ষমতা নিয়ে প্রশ্ন থেকে যায়। অপরাধ প্রবণতা এবং যাত্রীদের সুরক্ষার অনুভূতি পর্যবেক্ষণ করে ভবিষ্যতে এই পদক্ষেপের যথার্থতা প্রমাণিত হবে। যাত্রীদের মানসিক শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ এবং প্রশাসনের এই প্রচেষ্টা একটি প্রশংসনীয় উদ্যোগ হিসেবে বিবেচিত হতে পারে।