ব্রাজিলের রাষ্ট্রদূতের সাথে মির্জা ফখরুলের সাথে সাক্ষাৎ


বিশেষ প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 28-01-2025

ব্রাজিলের রাষ্ট্রদূতের সাথে মির্জা ফখরুলের সাথে সাক্ষাৎ

ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সাথে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার সকাল ১১টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে রাষ্ট্রদূতের পতাকাবাহী গাড়ি প্রবেশ করে এবং এক ঘন্টার পর রাষ্ট্রদূতের গাড়ি বেরিয়ে যায়।

প্রায় এক ঘন্টা বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

বৈঠকের পর আমীর খসরু সাংবাদিকদের বলেন, ‘‘ দুই দেশের সম্পর্ক উন্নয়ন এবং দু্ুই দেশের স্বার্খ সংশ্লিষ্ট নানা বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, দুই দেশের মধ্যে যে সম্ভাবনাগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি।”

‘‘ব্রাজিল ও বাংলাদেশের মধ্যে ২ বিলিয়ন ডলারের ব্যবসায়িক লেনদেন আছে। কৃষিতে সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে… আপনারা জানেন, ব্রাজিল কৃষিতে অনেক এগিয়ে আছে। কৃষি ক্ষেত্রে তাদের ইনভেস্ট করার আগ্রহ আছে। আমরাও চাই তাদের প্রযুক্তি সহায়তা নিতে।”

 

ফার্মাসিটিক্যালস, গার্মেন্টস, জুট রপ্তানি কিভাবে বাড়ানো এবং গবাদিপশুর উন্নয়নে সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

 

খসরু বলেন, ‘‘ দেশের গবাদি পশু চাষের ক্ষতি না হয় সেটি বিবেচনায় রেখে আমরা তাদের গবাদি পশুর মাংস আমদানির বিষয়ে কথা বলেছি। তবে আমরা গুরুত্ব দিচ্ছি গবাদি পশুর লালনপালনে তাদের সহযোগিতা নিতে।

তিনি বলেন, ‘‘ স্পোর্টসের ব্যাপারে আপনারা জানেন, ফুটবলের কথা… আমরা কিভাবে ব্রাজিলিয়ান কোচ এনে কিভাবে বাংলাদেশের ফুটবলের ইম্প্রুফ করা যায়… তারা বলেছেন ঠিক আছে আগামীদিনে আমরা তাদের সাথে কথা বলব।”




প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)