আরও ৪১ জন সদস্য বাড়ানোর ঘোষনা জাতীয় নাগরিক কেন্দ্রীয় কমিটিতে


নিজস্ব প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 02-02-2025

আরও ৪১ জন সদস্য বাড়ানোর ঘোষনা  জাতীয় নাগরিক  কেন্দ্রীয় কমিটিতে


 ফেব্রুয়ারীতেই  আত্বপ্রকাশ  হতে যাচ্ছে  জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের রাজনৈতিক দল। কিন্তু এমন লগ্নে নতুন করে সদস্যের সংখ্যা বাড়িয়েছে জুলাই আন্দোলনের সঙ্গে জড়িতদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটি।

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য আরও ৪১ জন বাড়ানোর কথা জানানো হয়েছে এক বিজ্ঞপ্তিতে। যার ফলে এ কমিটির সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৮ জনে।

শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সদস্য বাড়ানোর এ তথ্য জানান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে এবং ছাত্র-জনতার অভ্যুত্থানের স্পিরিটকে (চেতনা) সমুন্নত রাখতে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটি বর্ধিতকরণের চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে নতুন করে আরও ৪১ জনকে কেন্দ্রীয় সদস্য করা হয়েছে। এতে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য দাঁড়ালো মোট ১৮৮ জনে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)