নিউইয়র্ক পুলিশে ইন্সপেক্টর পদে প্রথম বাংলাদেশি-আমেরিকানের পদোন্নতি


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 05-02-2025

নিউইয়র্ক পুলিশে ইন্সপেক্টর পদে প্রথম বাংলাদেশি-আমেরিকানের পদোন্নতি

এনওয়াইপিডির সদর দফতর ওয়ান পুলিশ প্লাজায় গত ৩১ জানুয়ারি জমকালো এক অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্তদের হাতে সার্টিফিকেট তুলে দেন পুলিশ কমিশনার। 

একজন বাংলাদেশি-আমেরিকান, বিশ্বের অন্যতম সেরা পুলিশ বিভাগ হিসেবে পরিচিত এনওয়াইপিডিতে ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছেন। খন্দকার আব্দুল্লাহই প্রথম বাংলাদেশি-আমেরিকান যিনি নিউইয়র্ক পুলিশ বিভাগে এতো উচ্চপদে আসীন হলেন। এ পদোন্নতির আগে তিনি ছিলেন একমাত্র বাংলাদেশি ডেপুটি ইন্সপেক্টর। বর্তমানে ইন্সপেক্টর খন্দকার আব্দুল্লাহ নিউইয়র্ক সিটির ৮১তম প্রিসিংক্টে কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার অব্যাহত পরিশ্রম তাকে এনওয়াইপিডিতে প্রধানের পদে উন্নীত করবে বলে আশা করা যায়।

খন্দকার আব্দুল্লাহ একজন অভিবাসী, তিনি ১৯৯৩ সালে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। জন জে ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী খন্দকার আব্দুল্লাহ, তার কাজের জন্য ইতিমধ্যে অনেক পুলিশ পদক লাভ করেছেন। সিলেটের বালাগঞ্জ থানার তালতলা গ্রামের গর্বিত সন্তান খন্দকার আব্দুল্লাহ, শৈশবে আমেরিকায় এলেও এখনো সাবলীল বাংলায় কথা বলেন। তিনি তার পরিবারের সঙ্গে নিউইয়র্কের লং আইল্যান্ডে বসবাস করেন।

খন্দকার আব্দুল্লাহ ২০০৫ সালের গ্রীষ্মে নিউইয়র্ক পুলিশ বিভাগে যোগদান করেন। কলেজে পড়ার সময় তিনি একটি জব ফেয়ারে দেখেছিলেন যে, এনওয়াইপিডি লোক নিয়োগ করছে। প্রথমে অনেকটা কৌতূহলের বশেই তিনি খ-কালীন ইন্টার্ন হিসেবে পুলিশ বিভাগে যোগ দেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই তিনি পুলিশ ক্যাডেট হিসেবে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। অভিবাসী পরিবারের সন্তান হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে নিজের ক্যারিয়ার গড়ার স্বপ্ন সেই সময়েই তাকে পেয়ে বসেছিল। খন্দকার আব্দুল্লাহ ২০০৭ সালে পুলিশ অফিসার হিসেবে শপথ গ্রহণ করেন।

বাংলাদেশি সহকর্মীদের পেশাগত উন্নয়ন ছাড়াও বাংলাদেশি কমিউনিটির জন্য নিরলসভাবে কাজ করছে বাপা। যা ইতিমধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে। পদোন্নতি অনুষ্ঠানে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের বর্তমান এবং সাবেক কর্মকর্তাসহ অনেক বাংলাদেশি পুলিশ অফিসার উপস্থিত ছিলেন। তার সাফল্য পরবর্তী প্রজহন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে জানান বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপার) মিডিয়া লিয়াজন ডিটেকটিভ জামিল সারোয়ার জনি।

বাপার প্রেসিডেন্ট সার্জেন্ট এরশাদ সিদ্দিকী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ক্যাপ্টেন এ কে এম আলম (প্রিন্স) এবং সেক্রেটারি ডিটেকটিভ রশিকুল মালিক পদোন্নতিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়েছেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)