অ্যাডামসের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বিচার বিভাগ


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 12-02-2025

অ্যাডামসের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বিচার বিভাগ

যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমিল বোভে ১০ ফেব্রুয়ারি নিউইয়র্কের ফেডারেল প্রসিকিউটরদের নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে ঘুষ, প্রতারণা এবং অন্যান্য অভিযোগ প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগীয় এক শীর্ষ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। ২০২৪ সালে মেয়রকে ঘুষ, প্রতারণা ও অন্যান্য অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল, তবে এসব অভিযোগ ভবিষ্যতে পুনরায় আনা হতে পারে। বিচার বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প নিযুক্ত নতুন ইউএস অ্যাটর্নি নিয়োগ পাওয়ার পর এসব অভিযোগ পুনরায় পর্যালোচনা করা হবে। কর্মকর্তারা জানিয়েছেন, অ্যাডামসের বিরুদ্ধে সব অভিযোগ প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে এবং এ প্রত্যাহার উপযুক্তভাবে হয়েছে। তবে এখনো অভিযোগ প্রত্যাহার করা হয়নি এবং নিউইয়র্কের ফেডারেল প্রসিকিউটররা তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে রাজি হননি। অভিযোগ প্রত্যাহারের জন্য এটি সাউদার্ন ডিস্ট্রিক্ট অব নিউইয়র্কের ইউএস অ্যাটর্নি অফিসের পক্ষ থেকে করা হবে, যেখানে এসব অভিযোগ আনা হয়েছিল। অভিযোগ প্রত্যাহারের জন্য এটি বিচারকের মাধ্যমে পর্যালোচনাও করতে হবে।

নিউইয়র্ক ইমিগ্রেশন কোয়ালিশন প্রেসিডেন্ট এবং সিইও মুরাদ আয়াওদেহ বলেন, এখন আর কোনো সন্দেহ নেই যে, এরিক অ্যাডামস নিউইয়র্কের অভিবাসী জনগণকে বিক্রি করেছেন নিজের জেল থেকে রক্ষা পাওয়ার জন্য এবং তিনি ট্রাম্পের কাছে তার ঋত শোধ করতে অভিবাসী এবং পুরো নিউইয়র্ক শহরকেই আরো বিক্রি করতে থাকবেন। ট্রাম্পের বিচার বিভাগ এ মামলায় যে অত্যন্ত অস্বাভাবিক হস্তক্ষেপ করেছে, তা আরো প্রমাণ দেয় যে, প্রেসিডেন্ট ন্যায়বিচারের কোনো খেয়াল করেন না এবং তার রাজনৈতিক মিত্রদের দায়িত্বের মুখোমুখি হওয়া থেকে রক্ষা করতে কিছুই করতে পিছপা হবেন না। নিউইয়র্কবাসী অ্যাডামসের আইন উপেক্ষা করার মাশুল এখনো দিতে থাকবে। কারণ অ্যাডামস তার নিজের ভবিষ্যতের জন্য কাজ করছেন, সব নিউইয়র্কবাসীর নিরাপত্তা এবং মঙ্গল না দেখে।

মেয়র এরিক অ্যাডামস ২০২১ সালে নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হওয়ার আগে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের ক্যাপ্টেন ছিলেন, সেপ্টেম্বরে ঘুষ, প্রতারণা এবং অন্যান্য অভিযোগে অভিযুক্ত হন। ওই অভিযোগে অ্যাডামসের বিরুদ্ধে প্রায় এক দশক ধরে একটি দুর্নীতির পরিকল্পনা পরিচালনা করার অভিযোগ আনা হয়, যার মধ্যে ১ লাখ ডলারের ফ্রি প্লেন টিকেট এবং বিলাসবহুল হোটেলে থাকা সুবিধা গ্রহণ করা হয়েছিল, যা ধনী তুর্কি নাগরিক এবং অন্তত একজন সরকারি কর্মকর্তার কাছ থেকে নেওয়া হয়েছিল। মেয়র এরিক অ্যাডামস নিজের দোষ স্বীকার করেননি। তিনি দাবি করেছেন, অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তিনি এসব অভিযোগের বিরুদ্ধে লড়াই করবেন। সিনিয়র বিচার বিভাগীয় কর্মকর্তা সোমবার বলেছেন, নতুন ট্রাম্প নিযুক্ত ইউএস অ্যাটর্নি নিয়োগ পাওয়ার পর এসব অভিযোগ পর্যালোচনা করা হবে।

ডেমিয়ান উইলিয়ামস, বাইডেন নিযুক্ত ইউএস অ্যাটর্নি, যিনি অ্যাডামসের বিরুদ্ধে অভিযোগ আনার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন, ২০২৪ সালের নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পের বিজয়ের পর পদত্যাগ করেছেন। অ্যাডামসের একজন আইনজীবী জানুয়ারির শেষ দিকে বিচার বিভাগীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের জন্য আবেদন করেছিলেন, যা গত সপ্তাহে সাপ্তাহিক দেশ-এ প্রকাশিত হয়েছিল।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)