বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের একমাত্র কন্যা জায়মা রহমান। তারেক রহমানের পর বিএনপির রাজনীতির হাল কে ধরবেন তা নিয়ে জল্পনাকল্পনা থাকলেও আস্তে আস্তে তা পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এই কাজটি তারেক রহমান নিজেই করেছেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন লন্ডনে তারেক রহমানের বাসায়। জায়মা রহমানকে যখন ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে পাঠানো হয় তখন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান একসঙ্গে ছিলেন। একটি সূত্র জানায় বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন জায়মা রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠাতে। এ অনুষ্ঠানটির গুরুত্ব ছিলো অপরিসীম। কারণ এই অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জায়মা রহমানের এ অনুষ্ঠানের মধ্য দিয়ে বলা যায়, তার রাজনীতির শুভক্ষণ মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই শুরু হলো। জায়মা রহমান ছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু চৌধুরী।
ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠান ছাড়াও তারা ট্রাম্প প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন। ওয়াশিংটন ডিসিতে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ফাউন্ডেশন’-এর অন্যতম কর্মকর্তা, সাউথ ক্যারোলিনার সাবেক গভর্নর ও প্রেসিডেন্ট ট্রাম্পের নীতিনির্ধারণী টিমের অন্যতম সদস্য ডেভিড বিসলির সঙ্গে ৫ ফেব্রুয়ারি সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি প্রতিনিধিদলের নেতা ব্যারিস্টার জায়মা রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের খ্যাতিমান একটি রাজনৈতিক পরিবারের সদস্য হিসেবে ব্যারিস্টার জায়মা এই প্রথম বিএনপির প্রতিনিধিদলের নেতা হয়ে আন্তর্জাতিক সমাবেশে অংশ নিচ্ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধিত্ব করছেন ব্যারিস্টার জায়মা। বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে রিপাবলিকান পার্টির নেতা ডেভিড বিসলি বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন ও কল্যাণে ভবিষ্যতেও বিএনপির সঙ্গে কাজের অঙ্গীকার করেন। ২০২০ সালে শান্তিতে নোবেল বিজয়ী ডেভিড বিসলি ছিলেন রিপাবলিকান স্টেট গভর্নরস অ্যাসোসিয়েশনের সভাপতি। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের প্রেসিডেন্ট হিসেবে তিনি রোহিঙ্গা শরণার্থীদের জন্য বাংলাদেশও সফর করেছেন। একইদিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রমবিষয়ক সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট রবার্ট এ ডেস্ট্রোর সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির প্রতিনিধিদলটি। রবার্ট এ ডেস্ট্রো ট্রাম্প প্রশাসনের ট্রানজিশন টিমের সঙ্গে কাজ করেছেন। এ সাক্ষাতের সময় বাংলাদেশের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সম্পর্ক আরও দৃঢ়তর করা নিয়ে কথা বলেছেন বিএনপির শীর্ষ কর্মকর্তারা।
মার্কিন নেত্রী রেবেকা ওয়াগনারের সঙ্গে জায়মা রহমানের বৈঠক
যুক্তরাষ্ট্রের উইমেনস ফেলোশিপ ফাউন্ডেশনের নেত্রী রেবেকা ওয়াগনারের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জায়মা রহমান। গত ৭ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে রেবেকা ওয়াগনার এবং সংগঠনটির অন্য সদস্যদের সঙ্গে বৈঠক করেন জায়মা। বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং বৈশ্বিক শান্তি ও সমৃদ্ধির প্রচেষ্টার মতো বিষয় অন্তর্ভুক্ত ছিল।