অবৈধ অভিবাসী গ্রেফতার গতিতে অসন্তুষ্ট টম হোম্যান


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 19-02-2025

অবৈধ অভিবাসী গ্রেফতার গতিতে অসন্তুষ্ট টম হোম্যান

গত ১৬ ফেব্রুয়ারি রবিবার যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্সির ভারপ্রাপ্ত পরিচালক টম হোম্যান বলেন, অভিবাসন এজেন্টরা যে পরিমাণ কাগজপত্রহীন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে এবং তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে তাতে তিনি ’খুশি নন’। টম হোম্যান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ‘বর্ডার জার’ হিসাবে পরিচিত।

সিএনএনের ‘স্টেট অফ দ্য ইউনিয়ন’ অনুষ্ঠানে টম হোম্যান বলেন, ২০ জানুয়ারি ট্রাম্পের অভিষেকের পর থেকে ১৪ হাজার অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু, আমাদের আরও গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তারকৃতদের অনেককে তাদের স্বদেশে ফেরত পাঠানো হয়েছে বা কিউবার গুয়ানতানামো বে-তে যুক্তরাষ্ট্রের নৌঘাঁটির কারাগারে পাঠানো হয়েছে। আবার কয়েকজনকে আদালতে মামলা চলমান থাকায় যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য মুক্তি দেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের হিসাব অনুযায়ী, ১ কোটি ১০ লাখ অনিবন্ধিত অভিবাসী যুক্তরাষ্ট্রে বসবাস করছে। ট্রাম্প ২০২৪ সালের প্রেসিডেনশিয়াল নির্বাচনের সময় ’লাখ লাখ’ অনিবন্ধিত অভিবাসীকে খুঁজে বের করে বহিষ্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কর্মকর্তারা বলছেন, প্রথম দিকে যুক্তরাষ্ট্রে অপরাধের জন্য দোষী সাব্যস্ত অভিবাসীদের লক্ষ্য করে গ্রেপ্তার কার্যক্রম চালানো হয়েছিল। তবে যথাযথ অভিবাসনের কাগজপত্র ছাড়া দেশটিতে বসবাসরত যে কেউ এর লক্ষ্যবস্তু হতে পারে।

হোম্যান বলেন, প্রেসিডেন্ট জো বাইডেনের সাবেক প্রশাসনের তুলনায় বহিষ্কারের সংখ্যা ’অনেক বেশি’। তবে তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে এবং এই সংখ্যা বাড়াতে হবে। এটি কঠিন কাজ।”

এজেন্সির পরিধি ও কর্মক্ষমতা বাড়ানোর লক্ষ্যে, ট্রাম্প প্রশাসন দেশের অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্সিতে (ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্সি) নিয়োগ দিয়েছে। সাধারণত যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্সি দেশের অভিবাসন সংক্রান্ত ইস্যুগুলো নিয়ন্ত্রণ করে।

ট্রাম্প প্রশাসনের প্রথম দিনগুলোতে প্রতিদিন শত শত অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এখনো গ্রেপ্তার করা হয় তবে এখন গ্রেপ্তারের হার কমে এসেছে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানুয়ারির শেষের দিকে প্রতিদিন প্রায় ৮০০ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে। ২৬ জানুয়ারি সর্বোচ্চ ১ হাজার ১৭৯ জনকে গ্রেপ্তার করা হয়। ফেব্রুয়ারির প্রথম দুই সপ্তাহে এই সংখ্যা ছিল দৈনিক ৬০০-এরও কম।

ট্রাম্প প্রশাসন দিনে ১,২০০ থেকে ১,৫০০ অনিবন্ধিত অভিবাসীকে গ্রেপ্তারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)