রোকেয়া হায়দার মাতৃভাষা পদকের জন্য মনোনীত


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 19-02-2025

রোকেয়া হায়দার মাতৃভাষা পদকের জন্য মনোনীত

২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারী সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ২০০৩ সালে বাংলাদেশ সরকার অনুমোদিত হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির ‘মাতৃভাষা পদক ২০২৫’-এ মনোনীত হয়েছেন ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের প্রাক্তন প্রধান জনপ্রিয় বেতার-মালটিমিডিয়ার নারী সাংবাদিক রোকেয়া হায়দার। হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ইকবাল আলমগীর বলেন, আগামী ২০ ফেব্রুয়ারি বিকাল ৪টায় জহুর হোসেন চৌধুরী হল, জাতীয় প্রেস ক্লাব ঢাকায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ বরেণ্য ও মহীয়সী নারীকে মাতৃভাষা পদক ২০২৫-এ ভূষিত করা হবে। 

তিনি নারী সাংবাদিকতার অহংকার, ভয়েস অব আমেরিকার (আন্তর্জাতিক প্রতিষ্ঠান) বাংলা বিভাগের প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৬৮ সালে চট্টগ্রাম বেতারের নিয়মিত অনুষ্ঠান ঘোষিকা হিসেবে জীবন শুরু করেন। ১৯৭৪ সালে পেশাদার সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন। ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রর ভয়েস অব আমেরিকার আমন্ত্রণে ওয়াশিংটন ডিসিতে আসেন। ২০১১ সাল থেকে ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন।

আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠানের বাংলা বিভাগে তিনিই প্রথম নারী। ৩৭ বছরের পেশাগত দায়িত্ব পালনে অসামান্য কৃতিত্বের জন্য আমেরিকার সম্মানজনক ‘অল স্টার অ্যাওয়ার্ড’ রোকেয়া হায়দারের ঝুড়িতে এসেছে। রোকেয়া হায়দারের বাড়ি যশোর হলেও বাবা আবু বকর ফারাজীর কর্মসূত্রে তার জন্ম ও বেড়ে ওঠা কলকাতায়। তার মা মেহেরুন্নেসা বকর। রোকেয়া হায়দার কলকাতার সেন্ট জন্স বিদ্যালয়ে শিক্ষাজীবন শুরু করেন। পরবর্তী সময়ে ঢাকা ইডেন কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)