ট্রাম্প প্রশাসনের আনডকুমেনেন্টেড অভিবাসীদের গণ গ্রেফতার ও ডিপোর্ট কর্মসূচির পরিপ্রেক্ষিতে এবং উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের করণীয় সম্পর্কে সেমিনার আয়োজন করেছে জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি)। গত ১৫ ফেব্রুয়ারি জেএমসি ভবনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
‘ইমগ্রেশন নো ইউর রাইটস’ শিরোনামে আয়োজিত সেমিনারে সভাপতিত্বে করেন জেএমসি পরিচালনা কমিটির সভাপতি ডা. মাহমুদুর রহমান তুহিন। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে মূল বক্তব্য রাখেন আমেরিবান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের ডিরেক্টর অ্যাটর্নি মঈন চৌধুরী, কেয়ার-নিউইয়র্কের অ্যাটর্নি ক্রিশ্চিনা জোন। সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেএমসির সেক্রেটারি আফতাব মান্নান, অন্যতম পরিচালক ইমাম শামসে আলী, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা এ বি এম ওসমান গণি, ড্রামের প্রতিনিধি রাসেল নাসের প্রমুখ। সেমিনার পরিচালনা করেন জেএমসির জয়েন্ট সেক্রেটারি এবং জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার। সেমিনারে কেয়ার-নিউইয়র্কের পক্ষ থেকে পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে সংশ্লিস্ট বিষয়ে নানা তথ্য তুলে ধরা হয়।
সেমিনারের মূল বক্তব্যে অ্যাটর্নি মঈন চৌধুরী ও অ্যাটর্নি ক্রিশ্চিনা জোন আনডকুমেনেন্টেড অভিবাসীদের গণ গ্রেফতার ও ডিপোর্ট কর্মসূচির চলমান পরিস্থিতি ব্যাখ্যা করেন এবং সতর্কতার সঙ্গে সংশ্লিষ্টদের পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান। তারা বলেন, ধৈর্য ধরে ভয়কে জয় করতে হবে। আইনগতভাবে পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সতর্ক থাকতে হবে।
সেমিনারে জেএমসির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডা. নাজমুল এই খান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ শামসুল হকসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।