আগামী ৯ মার্চ ডে লাইট সেভিং টাইম। এই দিন দিবাগত রাতে ঘড়ির কাঁটা মিলিয়ে নিন। এদিন রাত ২টার সময় ঘড়ির কাঁটা এগিয়ে যাবে রাত ৩টায়। অনেকেরই এই জিনিসটি মাথায় থাকে না। ১০ মার্চ রোববার। পরদিন সোমবার। সোমবার সবারই কাজ থাকে। অনেক সময় ঘড়ির কাঁটা ঠিক না করলে কাজে যেতে এক ঘণ্টা দেরি হয়ে যায়। সুতরাং ভুলে না গিয়ে ঘড়ির কাঁটা ঠিক করে নিন এবং উপযুক্ত সময়ে কাজে যান। এই ঘড়ির কাঁটা আবার পরিবর্তন হবে নভেম্বর মাসের ২ তারিখ দিবাগত রাতে। এদিন ঘড়ির কাঁটা ২টা বাজার সঙ্গে সঙ্গে তা এক ঘণ্টা পিছিয়ে ১টায় নিয়ে আসুন।