মিশিগানে ফেঞ্চুগঞ্জ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল


মিশিগান প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 12-03-2025

মিশিগানে ফেঞ্চুগঞ্জ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল

যুক্তরাষ্ট্রের মিশিগানে ফেঞ্চুগঞ্জ সোসাইটি অব মিশিগান ইউএসএর উদ্যোগে ৯ রমজান ইফতার ও দোয়া মাহফিল ওয়ারেন শহরের আল এহসান ইসলামি সেন্টার এন্ড কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়। সৈয়দ তায়েফুজ্জামানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ সোসাইটির সভাপতি শাহজাহান কিবরিয়া লিটন। বক্তব্য রাখেন সজল আলী, হাজী ফারুক আহমেদ, সেলিম আহমেদ, বাবুল মিয়া সোহেল, নজরুল ইসলাম খান ও লিমন চৌধুরী, মো আব্দুস সালাম, মাহবুবুর রহমান লিপন।

ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণে দোয়া পরিচালনা করেন হাফিজ ফজল আহমদ। ফেঞ্চুগঞ্জ সোসাইটি অব মিশিগান ইউএসএর ইফতার ও দোয়া মাহফিলে দুই শতাধিক নারী পুরুষ অংশ নেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)