এবিএএমটিএর ইফতার মাহফিল অনুষ্ঠিত


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 12-03-2025

এবিএএমটিএর ইফতার মাহফিল অনুষ্ঠিত

অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি আমেরিকান মানি ট্রান্সমিটারস এন্ড এজেন্টসের ইফতার ও দোয়া মাহফিল ভাবগম্ভীর পরিবেশে গত ৬ মার্চ জ্যাকসন হাইটসের একটি পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। ইফতার ও দোয়া মাহফিলে নিউইয়র্কের সব মানি ট্রান্সফার কোম্পানীর প্রতিনিধি এবং কমিউনিটির সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ইফতার ও দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা মুফতি ইসমাইল। সংগঠনের সভাপতি তাসুদ রানা তপন অতিথিদের স্বাগত জানান এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক এ এস এম মাইনুদ্দীন পিন্টুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল নাজমুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ মালেক, উপদেষ্টা মোহাম্মদ আতাউর রহমান, আনোয়ার হোসেন, এ এইচ এম কাদির, জেবিবিএর প্রেসিডেন্ট গিয়াস আহমেদ, বারী হোম কেয়ারের প্রেসিডেন্ট আসেফ বারী টুটুল, বাংলাদেশ সোসাইটির সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল, এ্যাটাবের প্রেসিডেন্ট সেলিম হারুণ, সাধারণ সম্পাদক মাসুদ মোর্শেদ, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাতব রুহুল আমিন সিদ্দিকী, মুন্সীগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট মির্জা মনিরুজ্জামান শামীম, লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট রকি আলিয়ান, সাধারণ সম্পাদক জেএফ রাসেল, সাবেক সভাপতি আহসান হাবিব প্রমুখ।

সংগঠনের সভাপতি ও সানম্যান গ্লোবাল এক্সপ্রেসের প্রেসিডেন্ট মাসুদ রানা তপন সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, অর্থ প্রেরণের ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বৈধ পথে অর্থ প্রেরণ করার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহবান জানান।

সাধারণ সম্পাদক ও এ্যাংকর ট্রাভেলসের প্রেসিডেন্ট এএসএম মাইনুদ্দীন পিন্টু বলেন, দেশে অর্থ প্রেরণ করে বাংলাদেশের উন্নয়নে ভূমিকা পালন করছেন। আর মানি ট্রান্সফার প্রতিষ্ঠানগুলো অর্থ প্রেরণ করে তাদের সহযোগিতা করছেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)