যুক্তরাষ্ট্র শ্রমিক দলের উদ্যোগে গত ১৭ মার্চ জ্যাকসন হাইটসের মাম’স পার্টি হলে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজক করা হয়। যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর এম আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা রফিকুল ইসলাম দুলাল। প্রধান আলোচক ছিলেন বিএনপির চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গোলাম ফারুক শাহীন। বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্যাহ আতিকুর রহমান, নিউইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান।
ইফতার মাহফিলে মুসলিম বিশ্বের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।