ফিতরা ১৫ ডলার থেকে শুরু


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 19-03-2025

ফিতরা ১৫ ডলার থেকে শুরু

ফিতরা একটি গুরুত্বপূর্ণ বিষয়। মূলত কয়েকটি পণ্যের মূল্যের ওপর নির্ধারণ করা হয় ফিতরা। এসব পণ্যের মধ্যে রয়েছে- আটা, যব, খেজুর, পনির এবং কিশমিশ। আটার হিসাব অনুযায়ী, এবারের ফিতরা ১২ ডলার, যবের হিসাব অনুযায়ী ফিতরা ১৭ ডলার, খেজুরের হিসাবে ফিতরা ৩৪ ডলার, পনিরের হিসাব অনুযায়ী ফিতরা ৪৭ ডলার এবং কিশমিশের হিসাব অনুযায়ী ফিতরা ৫০ ডলার। জ্যামাইকার দারুদ সালাম মসজিদের ইমাম মাওলানা আব্দুল মুকিত জানিয়েছেন, ঈদের নামাজের আগে ফিতরা এবং জাকাতের অর্থ প্রদান করতে হয়।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)