প্যারিসে বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারে মাদ্রাসা বিভাগের দ্বিতীয় ত্রৈমাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেন্টার সভাপতি সিরাজুল ইসলাম সালাহউদ্দিন সভাপতিত্বে ও মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আহমাদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সকাল ও বিকালে পৃথক ২টি পর্বে অনুষ্টিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার পরিচালক জনাব নুরুল ইসলাম, মাদ্রাসার শিক্ষক মাওলানা শাইখ বিলাল উদ্দিন, হাফেজ কারী বেলায়েত হোসাইন, মাওলানা আখলাকুর রহমান, হাফেজ মারওয়ানসহ শিক্ষকবৃন্দ । উপস্থিত ছিলেন মাদ্রাসার পরচালানা পর্ষদের সদস্য সাংবাদিক মুহাম্মদ নূরুল ইসলাম ।
অনুষ্ঠানে মর্নিং ও ইভিনিং সেকশনের সকল ক্লাসের শিক্ষার্থীদের মধ্য থেকে ১ম,২য় ও ৩য় সকলকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া সকল শিক্ষার্থীদের শান্তনা পুরস্কার প্রদান করা হয়।