ফ্যাসিস্টদের পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে- নাহিদ ইসলাম


দেশ অনলাইন , আপডেট করা হয়েছে : 26-03-2025

ফ্যাসিস্টদের পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে- নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘একাত্তর আর চব্বিশ আলাদা কিছু নয়, চব্বিশের গণঅভ্যুত্থানের মাধ্যমে একাত্তরের চেতনা পুনরুজ্জীবিত হয়েছে।’

বুধবার স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর বিএনপি নেতা মির্জা আব্বাসের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। তার অভিযোগ, যারা একাত্তর আর চব্বিশকে মুখোমুখি অবস্থানে দাঁড় করাতে চান তাদের উদ্দেশ্য সৎ নয়।

নাহিদ ইসলাম বলেন, ‘ক্ষমতায় বসার জন্য যদি নির্বাচন চাপিয়ে দেওয়া হয়, তা মানা হবে না। একদিকে ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চাপিয়ে দেওয়া হচ্ছে, অন্যদিকে ফ্যাসিস্টদের পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘সংবিধান আঁকড়ে রেখে পুরোনো বন্দোবস্তেই দেশকে নিয়ে যাওয়ার পাঁয়তারা চলছে।’

স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার সকাল ৫টা ৫০ মিনিটের দিকে রাষ্ট্রপতি ও ৬টার দিকে প্রধান উপদেষ্টা সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। এরপর একে একে রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের মানুষ সেখানে জাতির স্বাধীনতা লাভের পেছনে আত্মত্যাগকারী বীরদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)