পদত্যাগ করবেন না চাক শুমার


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 26-03-2025

পদত্যাগ করবেন না চাক শুমার

রিপাবলিকান নেতৃত্বাধীন সরকারের তহবিলবিষয়ক একটি পদক্ষেপ আটকে দেওয়ার সিদ্ধান্ত না নেওয়ায় নিজ দলের নেতাদের তীব্র চাপে রয়েছেন যুক্তরাষ্ট্র কংগ্রেসের সিনেট সংখ্যালঘু নেতা চাক শুমার। তবে তিনি নিজের অবস্থানে অটল আছেন। জানিয়ে দিয়েছেন, যত চাপই আসুক পদত্যাগ করবেন না। গত ২৩ মার্চ রোববার এনবিসি নিউজের মিট দ্য প্রেস প্রোগ্রামে তিনি এ সিদ্ধান্ত জানিয়ে দেন। 

চাক শুমার ডেমোক্র্যাট দলের একজন শীর্ষস্থানীয় নেতা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন সরকারের সর্বশেষ সরকারি অর্থায়ন বিষয়ক একটি বিল আটকে দেবেন চাক শুমার- এমনটাই দাবি করছিলেন বেশ কিছু ডেমোক্র্যাট। কারণ, ওইসব বিল পাস হওয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প তার এজেন্ডা বাস্তবায়নে সক্ষম হবেন। কিন্তু চাক শুমার প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। চূড়ান্ত দফায় চাক শুমার ও ডেমোক্র্যাট দলের বেশ কয়েকজন সিনেটর পক্ষে ভোট দিয়েছেন।

মিট দ্য প্রেসে চাক শুমার বলেছেন, একজন নেতা হিসেবে যা করার তাই তিনি করেছেন। তিনি বলেছেন, এই বিলকে আটকে দিলে সরকার অচল হয়ে পড়তো। এটা হলে ফেডারেল কর্মকর্তা-কর্মচারী, সামাজিক ও গণসেবাবিষয়ক খাতে ছাঁটাই প্রক্রিয়া ত্বরান্বিত হতো। চাক শুমার বলেন, অবশ্যই সরকারের অর্থায়নবিষয়ক ওই পদক্ষেপ খারাপ ছিল। কিন্তু যদি সরকারে শাটডাউন হতো, তা হতো ১৫ থেকে ২০ গুণ খারাপ।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)