জ্যাকসন হাইটসের প্রিয় মুখ জোসী চৌধুরী আর নেই


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 26-03-2025

জ্যাকসন হাইটসের প্রিয় মুখ জোসী চৌধুরী আর নেই

জ্যাকসন হাইটসের প্রিয় মুখ, সদালাপী, পরোপকারী এবং বন্ধুসূলভ মানুষ জোসী চৌধুরী আর নেই। তিনি গত ২৪ মার্চ রাত ১১টা ৪৫ মিনিটে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি.. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র পুত্রসন্তান, আত্মীয়-স্বজন এবং বন্ধুবান্ধব রেখে গেছেন। তার এই আকস্মিক মৃত্যুতে পুরো বাংলাদেশী কম্যুনিটিতে শোকের ছায়া নেমে আসে। হতবিহ্বল তার বন্ধু সমাজ। কেউ তার মৃত্যু মেনে নিতে পারছেন না।

জানা গেছে, জোসী চৌধুরী হাড়ের অপারেশনের জন্য গত ১৩ ফেব্রুয়ারি এলেমহার্স্ট হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে তার অপারেশন করা হয়। অপারেশনের পর থেকেই তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। তার শারীরিক অবস্থা খারাপের দিকে গেলে তাকে কয়েকদিন আগে ম্যানহাটনের মাউন্টসিনাই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি গত ২৪ মার্চ রাতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জোসী চৌধুরীর নামাজের প্রথম জানাজা গত ২৬ মার্চ জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটের নবান্ন রেস্টুরেন্টে সামনে বাদ আছর (৫টা ৩০ মিনিটে) অনুষ্ঠিত হবে। জানাজার আয়োজন করছে জ্যাকসন হাইটস এলাকাবাসী এবং তার বন্ধুরা। নামাজে জানাজা শেষে আগামী ২৭ মার্চ বৃহস্পতিবার তার লাশ বাংলাদেশে পাঠানো হবে। বাংলাদেশের ঢাকায় নামাজে জানাজা শেষে তার লাশ বনানী কবরস্থানে দাফন করা হবে। তার দেশের বাড়ি বাংলাদেশের রাজবাড়িতে।

উল্লেখ্য, তিনি চিত্রনায়িকা রোজিনার ছোট ভাই।

তার মৃত্যুতে জ্যাকসন হাইটস এলাকাবাসীন সভাপতি শাকিল মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম নমিসহ সকল কর্মকর্তা শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)