পার্কিংলট থেকে পড়ে বাংলাদেশি তরুণ ফারহানের মর্মান্তিক মৃত্যু


মোহাম্মদ ইসলাম , আপডেট করা হয়েছে : 26-03-2025

পার্কিংলট থেকে পড়ে বাংলাদেশি তরুণ ফারহানের মর্মান্তিক মৃত্যু

পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়া ও সাউথ জার্সির আটলান্টিক সিটির বাংলাদেশি কমিউনিটিতে গত ২১ মার্চ এক মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। কমিউনিটির সবার প্রিয় বিটিএসপি সদস্য মোহাম্মদ কামরুজ্জামান মৃধার (রেজিস্ট্রেশন নম্বর ৪০৯) বড় ভাই মোহাম্মদ ফকরুজ্জামান মৃধার পুত্র ফারহান জামান মৃধার মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র ১৫ বছর। সে স্কুলের ছাত্র ছিল। 

জানা গেছে, গত ২১ মার্চ সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে আটলান্টিক সিটি, নিউ জার্সির একটি পাঁচতলা পার্কিং ভবন থেকে পড়ে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার এই অকাল মৃত্যুতে পুরো বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। সেই অনেক অনেক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)