জ্যাকসন হাইটস মুনা সেন্টারে ব্যবসায়ীদের সম্মানে ইফতার


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 26-03-2025

জ্যাকসন হাইটস মুনা সেন্টারে ব্যবসায়ীদের সম্মানে ইফতার

মুনা সেন্টার অব জ্যাকসন হাইটসে (মসজিদ নামিরাহ) গত ১৯ মার্চ ব্যবসায়ীদের সম্মানে ইফতারের আয়োজন করা হয়। সেন্টারের সভাপতি মমিনুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনার সাবেক ন্যাশনাল প্রেডিডেন্ট হারুন অর রশিদ। 

মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা এমকে রহমান মাহমুদ, মসজিদের ইমাম মাওলানা ওলিউর রহমান সিরাজী। বক্তব্য রাখেন মুনা এলেমহার্স্ট চ্যাপ্টারের সভাপতি নাসির উদ্দিন আহমেদ, জ্যাকসন হাইটস চ্যাপ্টার সভাপতি ফখরুল ইসলাম মাছুম। ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ কাসেম, মোহাম্মদ ইসহাক, আনোয়ারুল ইসলাম, মিজানুর রহমান ভূঁইয়া প্রমুখ। 

ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন, নীল দরিয়া ডিস্ট্রিভিউশনের শাহ আলম, কোর মাল্টি সার্ভিস ইনকের মোহাম্মদ কাসেম, পাপা জোনের রফিক আহমেদ, ইউনাইটেড অটোর মোহাম্মদ ইসহাক, এটিএম অটোর সাইফুল ইসলাম, ভূইয়া মাল্টি সার্ভিসের মিজানুর রহমান ভূইয়া, বিডি ওয়ারলেসের আনোয়ারুল ইসলাম, হাসান ট্যাক্স সার্ভিসের মোহাম্মদ হাসান, ওয়াকিয়া ট্রাভেল এজেন্সির এনাম আহমেদ, নওশের মাল্টি সার্ভিস ইনকের নরশের চৌধুরী, নবান্ন রেস্টুরেন্টের মোহাম্মদ আরিফ শাহরিয়ার ও সিমুলসহ অনেকে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)