উৎসব-আনন্দের মধ্য দিয়ে রবিবার ফ্রান্সে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত


প‍্যারিস থেকে মুহাম্মদ নূরুল ইসলাম , আপডেট করা হয়েছে : 31-03-2025

উৎসব-আনন্দের মধ্য দিয়ে রবিবার ফ্রান্সে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

ফ্রান্সে পালিত হলো পবিত্র ঈদুল ফিতর। এদিন সকালে রোদ্র উজ্জল আবহাওয়ায় দীর্ঘ লাইনে দাড়িয়ে নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশীরা। এবারে ঈদ সাপ্তহিক ছুটি দিন হওয়ায় ঈদ জামায়াতে লক্ষনীয় মুসুল্লিদের উপচে পড়া ভিড় দেখা গেছে ।

ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারে সকাল পোনে আটটায়। সেখানে পরপর ৫টি  জামায়াত অনুষ্ঠিত হয়।  ৫টি জামায়াতে হাজার হাজার মুসল্লীদের পাশাপাশি নারী ও শিশুরাও অংশ নেয় । এই মসজিদ পরিদর্শন করেন স্থানীয় সিটি কর্পোরেশনের মেয়র আইজুদ্দিন তাইবি, সহকারী মেয়র আব্দুল হক। এছাড়া মসজিদে নামাজ আদায় করেন কমিউনিটি নেতা জালাল আহমেদ, গোলাম ফারুক ভূঁইয়া, নজরুল ইসলাম, বিএনপি নেতা এমএ তাহেরসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠক, সাংবাদিক, সাংস্কৃতিক ও কমিউনিটি নেতৃবৃন্দ।

এছাড়াও বাংলাদেশী পরিচালিত অভারভিলা বাংলাদেশ জামে মসজিদে সকাল সাতটা থেকে শুরু করে দুপুর ১২টা পযর্ন্ত একাধিক জামায়াত অনুষ্ঠিত হয় । সেখানেও নামাজ আদায় করেন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়েবার মহাসচিব কাজী এনায়েত উল্লাহ সহ কমিউনিটি নেতৃবৃন্দ সহ বিপুলসংখ্যক বাংলাদেশি মুসল্লি । একই এলাকায় প্রবাসী বাংলাদেশীদের ব্যবস্থাপনয় আন্দে কারমান স্টেডিয়ামে একটি বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়।

এছাড়াও ফ্রান্সের হোস এলাকায় বাংলাদেশী পরিচালিত একটি জিমনেসিয়ামে দুইটি জামাত অনুষ্ঠিত হয়। প্যারিসের বাহিরে বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশি মুসল্লিরা বিভিন্ন মুসলিম কমিউনিটির মসজিদে ঈদের নামাজ আদায় করেন ।
এদিকে আমেরিকায়ও পালিত হচ্ছে ঈদুল ফিতর।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)