ড. ইউনূস ও নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক অনুষ্টিত


দেশ অনলাইন , আপডেট করা হয়েছে : 04-04-2025

ড. ইউনূস ও নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক অনুষ্টিত

ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্টিত হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম  এ তথ্য জানিয়েছেন।

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক হলো। তবে কোন কোন বিষয় নিয়ে তাদের এ আলোচনা সেটা তাৎক্ষনিক জানা যায়নি।

বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলন ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)