গ্যাসের পর এবার বাড়লো তেলের দাম


দেশ অনলাইন , আপডেট করা হয়েছে : 16-04-2025

গ্যাসের পর এবার বাড়লো তেলের দাম

অবশেষে তেলের দাম বৃদ্ধির মধ্যদিয়ে দীর্ঘদিনের ব্যাবসায়ীদের দাম বৃদ্ধির প্রচেষ্টা সফল হয়। প্রথম শিল্প খাতে গ্যাসের দাম বৃদ্ধির পর এবার ভোজ্য তেলের দাম বাড়ালো অন্তর্বর্তী সরকার।  

এতে করে বোতলজাত সয়াবিন তেলের দাম ১৪ টাকা ও খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১২ টাকা বাড়ানো হয়েছে।

রাজস্ব আদায় এবং আন্তর্জাতিক বাজারে মূল্য, এই দু’টো বিষয়ে সমন্বয়ের কারণেই দেশের বাজারে সয়াবিন তেলের দাম বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি বলেছেন, আলোচনার পরিপ্রেক্ষিতে ভোজ্য তেলের দাম পুনঃনির্ধারণ করা হয়েছে।  ভোজ্যতেলের আমদানি ও সরবরাহসহ সার্বিক বিষয় পর্যালোচনা সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিনি জানান, ভোজ্য তেলের ক্ষেত্রে মাসে প্রায় সাড়ে ৫০০ কোটি টাকা অব্যাহতি ছিলো।

সরকার পরিচালনা ব্যয়ের উদ্দেশে রাজস্ব অব্যাহতির ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতা থেকে উত্তরণের ক্ষেত্রে রমজানকেন্দ্রিক চিন্তা করে প্রায় ২০০০ কোটি টাকা রাজস্ব অব্যাহতি দেয়া হয়েছিলো।

উল্লেখ্য, এর েক’দিন আগে সরকার শিল্প সেক্টরে দেয়া গ্যাসের দাম বৃদ্ধি করেছিল। যা ছিল ৩৩ শতাংশ। ইতিমধ্যে এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরী হয়েছে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)