শাপলার ২৯ বছর পূর্তি ও পুনর্মিলনী


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 17-04-2025

শাপলার ২৯ বছর পূর্তি ও পুনর্মিলনী

শাপলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েটস নিউইয়র্ক প্রবাসে একটি পেশাজীবী সংগঠন। এই সংগঠনের সদস্যরা বর্তমানে একটি পরিবারের মতো বসবাস করছেন। তাদের মধ্যে সৌহার্দ্য-সম্প্রীতি লক্ষ করা যায়। নেতৃত্বে যারা রয়েছেন তাদের যোগ্য নেতৃত্বে শাপলা এগিয়ে যাচ্ছে। এই সংগঠনের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে, অনুষ্ঠানে একই পরিবারের মতো অংশগ্রহণ এবং নিজেদের সদস্য এবং সদস্যদের সন্তান বা নতুন প্রজন্মের প্রতিনিধিদের মূল্যায়ন, যা সবার দৃষ্টি কেড়েছে।

গত ১৩ এপ্রিল সন্ধ্যায় কুইন্সের গুলশান ট্যারেস পার্টি হলে শাপলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েটস নিউইয়র্ক ইন্কের ২৯তম বর্ষপূর্তি ও বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ওয়াসীম উদ্দিন ভূঁইয়া এবং যৌথভাবে সঞ্চালনায় ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মোস্তফা রিপন, সাধারণ সম্পাদক মো. রহুল আমিন এবং সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন। মঞ্চে অলংকৃত করেন প্রবাসে বাংলাদেশি শ্রদ্ধেয় গুণী ব্যক্তিরা। প্রধান অতিথির বক্তব্য রাখেন ডা. মো. ইনামুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আবদুর রব মিয়া, সাবেক সাধারণ সম্পাদক এবং সংগঠনের প্রধান উপদেষ্টা রুহুল আমিন সিদ্দকী, সাবেক সহ-সভাপতি ফারুক চৌধুরী, সাবেক সহ-সাধারণ সম্পাদক এবং সংগঠনের উপদেষ্টা আমিনুল ইসলাম চৌধুরী, সাবেক সহ-সভাপতি এবং সংগঠনের উপদেষ্টা ফারুক হোসেন মজুমদার, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি দুলাল বেহেদু, সংগঠনের সাবেক সভাপতি ফরিদুল আলম এবং নুরুল হাসান, ওয়ার্ল্ড ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার শামসুউদ্দিন বশির, বাংলাদেশি আমেরিকান কার লিমোজিন অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মোহাম্মদ টি মোল্লা এবং মোহাম্মদ নওশেদ হোসেন, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সভাপতি ফখরুল ইসলাম মাসুম ও সাবেক সভাপতি মামুন মিয়াজী, বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা সাদী মিন্টু, বাংলাদেশ সোসাইটির সহ-সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান কামরুল, অর্থ সম্পাদক মফিজুল ইসলাম রুমি, সাবেক আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ মঈনুল উদ্দিন মাহাবুব, সাবেক সমাজকল্যাণ সম্পাদক কাজী তোফায়েল, কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র ইন্কের সভাপতি বদরুল হক আজাদ, বৃহত্তর কুমিল্লা সমিতির সিনিয়র সহ-সভাপতি ইউনুস সরকার, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মনির, গাজীপুর জেলা সোসাইটির সভাপতি গাজী আশরাফুল জামান জুয়েল।

অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এফ উদ্দিন রাজীব, অর্থ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক, সহ-অর্থ সম্পাদক ফয়সাল আহম্মেদ রিপন, সহ-সভাপতি আলমগীর হোসেন, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য রহিম চৌধুরী, উপকমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন আহ্বায়ক মোহাম্মদ এস সাদি, সদস্য এ কে এম কামাল উদ্দিন খান, তমাল হোসেন, নুরুল আমিন এবং মোফাজ্জল হোসেন ভূঁইয়া, সাধারণ সদস্য হতে বক্তব্য রাখেন গাজীপুর জেলা অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি ও সংগঠনের সদস্য মো. মোমেন সরকার, বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং সংগঠনের সদস্য আনোয়ারুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ এবং আমেরিকান জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে পবিত্র কোরআন থেকে যৌথভাবে তেলাওয়াত করেন নিহাল তালুকদার এবং ফারহাজ নাহিয়ান। গীতা পাঠ করেন বিমল চন্দ্র বর্মন, সেকেন্ড জেনারেশনের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সংগঠনের সদস্যসের কৃতীসন্তান কলাম্বিয়া ইউনির্ভাসিটিতে অধ্যয়নরত নাবিল তালুকদার এবং বারুক কলেজে অধ্যয়নরত আফনান ফাহিজা। মঞ্চে অলংকৃত সবাই সম্মিলিতভাবে ১৮তম হিরন্ময় শাপলার মোড়ক উন্মোচন করেন। সংগঠনের কৃতীসন্তানের পক্ষ থেকে প্রবাসে আলোচিত অন্যতম সংগঠন স্বপ্ন ফাউন্ডেশনকে তাদের কার্যকলাপের ওপর ভিত্তি করে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সংগঠনের দুইজন সদস্য নবনির্বাচিত বাংলাদেশ সোসাইটির নির্বাচিত হওয়াদের সম্মাননা প্রদান করে। তারা হলেন কার্যনির্বাহী সদস্য আবুল কাশেম চৌধুরী এবং মোহাম্মদ এ সিদ্দিকী, প্রবাসে কমিউনিটির অন্যতম সামাজিক অ্যাকটিভিস্ট ডা. মো. ইনামুল হক, এমডি এবং দুলাল বেহেদুকে সংগঠনের পক্ষ ক্রেস্ট প্রদান করা হয়। সংগঠনের সদস্যদের মধ্যে যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, তাদেরও সম্মাননা দিতে ভোলেনি। তারা হলেন- মো. নূরুল হাসান, মামুন মিয়াজী এবং মো. রুহুল আমিন। উপস্থিত সদস্যরা সম্মিলিতভাবে সম্মাননা প্রদান করেন ওয়াসীম উদ্দিন ভূঁইয়াকে। সংগঠনের দুজন লাইভ মেম্বার সার্টিফিকেট গ্রহণ করেন। তারা হলেন মো. আবু তাহের সদস্য নং-২৬০ এবং আলমগীর হোসেন সদস্য নং-২৯০। যারা এ বছর নতুন সদস্য হয়েছেন তাদের সংবিধান হাতে তুলে দিয়ে সভাপতি অভিনন্দন জানান। আলোচনার শেষপর্বে জমকালে সংগীতানুষ্ঠানে সবাইকে মুগ্ধ করেন বাংলাদেশের বিখ্যাত সংগীতশিল্পী মরহুম খালেদ হাসান মিলুর কৃতীসন্তান প্রতীক হাসান এবং প্রবাসে অন্যতম শিল্পী মো. মনির জামান।

পরিশেষে নববর্ষ ১৪৩২ কে স্বাগত জানিয়ে রাত্রে ১২:০১ মিনিটে অনুষ্ঠানে সমাপ্ত ঘোষণা করেন সভাপতি ওয়াসিম উদ্দিন ভূইয়া।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)